জল ও শৌচাগার সম্পর্কিত সেমিনার স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে খয়রাশোলে।
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বীরভূম জেলার রাজনগর ও খয়রাশোল ব্লক এলাকা মূলত রুক্ষ সুক্ষ এলাকা হিসেবে চিহ্নিত। এখানে জলসঙ্কটের প্রভাব লক্ষনীয়।সেই পরিপ্রেক্ষিতে ওয়াটার ফর পিপল এর আর্থিক সহায়তায় এবং টুমোরোজ ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রাজনগর ও খয়রাশোল ব্লক এলাকায় জল ও শৌচাগার সম্পর্কিত বিষয়ে কাজ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই হিসেবে মঙ্গলবার ও বুধবার পৃথক পৃথক ভাবে দুদিনে দুটি জল সমস্যা সম্পর্কিত বিষয় নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। উক্ত শিবিরে গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও সহ ব্লক পর্যায়ের বিভিন্ন আধিকারিকদের নিয়ে মূলতঃ শিবির অনুষ্ঠিত হয়। জল সংকট নিরসনে কি করনীয়, আপাতত সংগঠন কতৃক কি কি কাজ করা হয়েছে সেসমস্ত মডেলগুলো প্রোজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। এছাড়াও আগামী দিনে আরো কি কি কাজ হতে পারে তাহার রূপরেখা তৈরি তথা মতামত জানানোর আহ্বান করা হয়। পাশাপাশি সমীক্ষার ভিত্তিতে জানা গেছে শৌচাগার থাকলেও তার ব্যবহার খুব বেশি হয়না। তাছাড়াও শৌচাগার চেম্বারের পরীক্ষা নিরীক্ষা করা ইত্যাদি বিষয় নিয়েও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার পরিকল্পনা রয়েছে বলে সংগঠনের ইঞ্জিনিয়ার ঋতম সরকার একান্ত সাক্ষাৎকারে সেই কথা ব্যাক্ত করেন । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর, সহসভাপতি তারাপদ দাস, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার তন্ময় সাহা, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে আনন্দ পাঠ-২ এর প্রজেক্ট ম্যানেজার দেবরাজ মুখার্জি ও ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট এন্ড স্যানিটেশন প্রজেক্ট ম্যানেজার সুদীপ সোনার, সুপার ভাইজার অনুপম হাজরা সহ অন্যান্য কর্মীবৃন্দ।