জাতীয় উপভোক্তা দিবস পালন সিউড়িতে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ক্রেতাসুরক্ষা দপ্তর ও সিউড়ী বিদ্যাসাগর কলেজের এনসিসি বিভাগের উদ্যোগে বুধবার জাতীয় উপভোক্তা দিবস পালিত হয়। বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত সহকারে এক সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয় স্থানীয় সিউড়ি শহর এলাকা জুড়ে। পদযাত্রা থেকে শ্লোগানের মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশ্যে ক্রেতা সুরক্ষা আইনি বিষয়ক বার্তা ছড়িয়ে দেওয়া হয় এবং পথচলতি মানুষদের ক্রেতা সুরক্ষা বিষয়ক প্রচার পত্র বিতরণ করা হয়।পদযাত্রার শেষে সিউড়ি বিদ্যাসাগর কলেজ ক্যাম্পাসের মধ্যেই একটি সেমিনার আয়োজিত হয়।প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করেন অতিথিবৃন্দ।
এদিন অনুষ্ঠানে বিভিন্ন আইনি বার্তা দেওয়ার পাশাপাশি উক্ত বিষয়ের উপর ক্যুইজ প্রতিযোগিতা,জাদু খেলা ও কথাবলা পুতুল দ্বারা উপভোক্তা সম্বন্ধে সচেতনতার মাধ্যমে দিনটি পালন করা হয়।অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিল সিউড়ি প্রগ্রেশিভ এন্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ী বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ ডঃ তপন পরিচ্ছা ,ডিআরডিসি পক্ষ থেকে সুদীপ মজুমদার, এ্যাসিসট্যান্ট কন্ট্রোলার অনুপম রায়,এডিসিএডি র মুকুন্দ লাল মণ্ডল,১৫ বেঙ্গল ব্যাটেলিয়ন এনসিসি র আধিকারিক নায়েব সুবেদার টি, কে যাদব,এনসিসি বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক ল্যাফটেন্যান্ট ড. হেমন্ত সাহা.ল্যাফটেন্যান্ট ড. রমানন্দ রায়, পার্শ্ব আইনি সহায়ক মহম্মদ রফিক। এছাড়াও ছিলেন সিউড়ী বিদ্যাসাগর কলেজের লাইব্রেরিয়ান সুশান্ত রাহা সহ কলেজের প্রত্যেক বিভাগের অধ্যাপক ও অধ্যাপিকাগন ।