জাতীয় ক্রীড়া দিবস উদযাপন ও জেলা স্কুল গেমসের আর্চারী প্রতিযোগী বাছাই
সেখ সামসুদ্দিন, ২৯ আগস্টঃ ২৯ আগস্ট হকির যাদুকর মেজর ধ্যান চাঁদ সিং এর জন্মদিবসে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হয়। একইসাথে পূর্ব বর্ধমান জেলা স্কুল গেমস এন্ড স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে পূর্ব বর্ধমান আর্চারী অ্যাসোসিয়েশন ও বিরষা মুন্ডা আর্চারী একাডেমির সহযোগিতায় নুদীপুর ভূপেন্দ্র স্মৃতি বিদ্যামন্দিরের ব্যবস্থাপনায় স্কুল মাঠে আর্চারী প্রতিযোগী সিলেকশন ট্রায়াল করা হয়। উপস্থিত ছিলেন বারুইপুর সত্যানন্দপীঠ রামকৃষ্ণ মিশনের মহারাজ তথা পূর্ব বর্ধমান আর্চারী অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্বামী দিব্যাত্মানন্দজী মহারাজ, বাগিলা গ্রাম পঞ্চায়েত প্রধান ঝর্ণা মুর্মু, ভারত জাকাত মাঝি পারগানার পনৎ পারানিক ও জেলা অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের কর্মী পৃথ্বী মুর্মু, পূর্ব বর্ধমান জেলা আর্চারী অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সেখ সামসুদ্দিন, সাধারণ সম্পাদক সনাতন হেমব্রম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর ঘোষাল সহ শিক্ষক শিক্ষিকা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মহারাজ এদিনের কর্মসূচির উদ্বোধন করেন এবং পরে তীর নিক্ষেপ করে প্রতিযোগিতার সূচনা করেন। বৃষ্টিবিঘ্ন পরিবেশে মাঠে জল থাকলেও সেখানেই প্রতিযোগী সিলেকশনের ট্রায়াল চলে। নুদীপুর ভূপেন্দ্র স্মৃতি বিদ্যামন্দিরের ফিজিক্যাল এডুকেশন শিক্ষক অভিষেক মুখার্জী জানান ১৪, ১৭ ও ১৯ বিভাগের বালক ও বালিকা বিভাগের চারজন করে প্রতিযোগী রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তিনি আরও জানান এদিন তিরিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।