জাতীয় ক্রীড়া শক্তি সংঘের পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতা
: সাধন মন্ডল বাঁকুড়া:-আজ ২৩শে জানুয়ারী নেতাজী সুভাষ চন্দ্র বসু র ১২৯তম জন্মদিন উপলক্ষে বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতা সাফল্যের সাথে অনুষ্ঠিত হলো। এবছর প্রতিযোগিতা ৪৯বর্ষে পদার্পন
করলো। বাঁকুড়া পুরুলিয়া ও মেদিনীপুর জেলার ৭০জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন সংঘের প্রধান উপদেষ্টা ডা: অমিতাভ চট্টরাজ, সভাপতি দীপক ঘোষ, কার্যকরী সভাপতি রবীন মন্ডল, ডা:জিতেন্দ্রনাথ বন্দোপাধ্যায় ভাইস চেয়ারম্যান হীরালাল চট্টরাজ, মনোজিৎ মন্ডল, কাউন্সিলার তাপস ব্যানার্জী, বিপ্রদাস মিদ্যা, মথুর চন্দ্র মই, পি এন সিং সহ সংঘের কর্মকর্তা গণ। স্বাগত ভাষণ দেন সাধারণ সম্পাদক সৌরভ বসু। সমগ্র
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সন্তোষ ভট্টাচার্য।
প্রতিযোগিতায় প্রথম পাঁচ জন যথাক্রমে ১ম পরিক্ষীৎ মাহাতো, পুরুলিয়া, ২য় সুন্দর বাউরী রতনপুর।, ৩য় তাপস হাঁসদা, ধবন, ৪র্থ
শক্তিপদ বাউরী, পুরুলিয়া, ৫ম কুচন রায় বাঁকুড়া।