জুলফিকার আলি
,পূর্ব মেদিনীপুর:-অভিযোগ পূর্ব মেদিনীপুর জেলার রাতুলিয়াতে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে আটকে দেওয়া হয় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের দ্বারা। বিজেপি নেতা সায়ন্তন বসুর অভিযোগ কোন কারণ ছাড়াই পুলিশ তাকে এবং তার কর্ম কর্তাদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে এবং তিনি এটাও অভিযোগ করেন যে তৃণমূলের শাসন কলে রাজ্যে গনতন্ত্র বলে কিছুই নেই এবং রামনগরে তাদের বুথ সভাপতিকে তৃণমূলের গুন্ডা বাহিনী দ্বারা খুন করা হয়েছে এমনটাই অভিযোগ করেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন বর্তমানে শাসনব্যবস্থা একবার তলানীতে চলে গেছে, এখন রাজ্য চালাচ্ছে পুলিশ প্রশাসন, জাতীয় সড়কে কখনো ১৪৪ ধারা জারি করা যায় না, আর যদি ১৪৪ ধারা জারি করা থাকে সে ক্ষেত্রে সরকারি নির্দেশিকা পত্র দেখানো হোক আমাকে, এমনই মন্তব্য করেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।