জাতের আড়ালে
বানী পাল (পাঞ্জাব)
প্রায় বছর কুড়ি হয়ে গেল বাড়িটিতে
এর একদিকে কোরআন শরীফ পড়া হয়
আরেকদিকে কৃষ্ণপুজো…
শিব পার্বতী, লক্ষ্মী নারায়ণ, মা’চন্ডী, মহাকালী
গণেশ, হনুমান’জী আরো অনেক পুজো।
একই ছাদের নিচে কখনও ঈদ কখনও দুর্গোৎসব,
ঈদের সন্ধ্যায় আমরাও নতুন করে সাজি
ওরাও আতশবাজি জ্বালায় দীপাবলির রাতে।
ওদের হাত পুড়লে আমরা মলম লাগাই
প্রয়োজনে রক্ত দিতে ওরাও একপায়ে খাড়া
বিপদ আসলে পাশে দাঁড়াই, ওরাও হাত ছাড়ে না।
একদিন শুনলাম ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হোক…
হঠাৎ করে একটা প্রশ্ন জাগলো মনে।
খুঁড়ে দেখলাম কয়েক যুগ আগের পরাধীন পুস্তক
সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন শিখ ইসাই ধার্মিক
সব কেমন অগোছালো মানুষ হয়ে বেঁচে ছিলো।
বুদ্ধিহীন ছিলো হয়তো ,তারা জাতের কথা ভাবেনি
দেশের দশের কথা ভেবেছে, বোকামিতে প্রাণ দিয়েছে,
স্বাধীনতার জন্ম দিয়েছে রক্তের জাত নির্ণয় ছাড়াই।
আজ জাতের নামে বজ্জাতি,জাতের আড়ালে বজ্জাতি।
যাদের বলিদানে ভিজে গেছে এ দেশের মাটি, সেই
মাটিতে পা রেখে কিসের বিভেদ, কিসের এত বৈষম্য।
তবে আমার বাড়িটি এখনও আগের নিয়মেই দাঁড়িয়ে,
যখন বুদ্ধিজীবীরা বলে এ দেশ হিন্দুর হোক
তখন আবার প্রশ্ন – ভারতবর্ষ মানুষের হবে কবে?
