সেখ সামসুদ্দিন, ১৮ ডিসেম্বরঃ নবগ্রাম নবতরুণ সংঘের পক্ষ থেকে চতুর্থ বর্ষে নবগ্রাম পুলিন বিহারী উচ্চ বিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজ। এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, আঝাপুর পঞ্চায়েতের প্রধান অশোক ঘোষ, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দেবাশীষ সেন সহ এলাকার বিশিষ্টজনেরা ক্লাবের সম্পাদক, সভাপতি ও সদস্যরা। ৫০ জন রক্তদাতা রক্তদান করেন এই শিবিরে।সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় রশ্মি ব্লাড ব্যাংকের হাতে। এই মহতী অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে ৫০ জন অসহায় মানুষের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হয়। নব তরুণ সংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত বিধায়ক অলোক কুমার মাঝি ও ব্লক সভাপতি মেহেমুদ খান।