সেখ সামসুদ্দিন, ৩১ ডিসেম্বরঃ জামালপুরের তৃণমূলের অন্যতম বরিষ্ঠ নেতা বেরুগ্রাম অঞ্চলের শেখ মবিন তিনবছর আগে এই ৩১ ডিসেম্বর মারা যান। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ব্লক তৃণমূল পার্টি অফিসে একটি স্মরণ সভা করা হয় আজ। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, আইএনটিইউসির সভাপতি তাবারক আলী মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার সহ সমস্ত শাখা সংগঠনের সভাপতিরা, বেরুগ্রাম অঞ্চলের মবিনের ঘনিষ্ঠ সহযোগী নেতা সাহাবুদ্দিন সহ বিভিন্ন পঞ্চায়েত প্রধান, উপ প্রধান সহ অঞ্চলের নেতৃত্বরা। সকলেই স্বীকার করেন শেখ মবিনের মৃত্যুতে যে ক্ষতিটা হয়েছে কখনোই পূরণ করা যাবে না।