জামিন পেলেন বসিরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্রের ৫ জন অনুগামী 

Spread the love

জামিন পেলেন বসিরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্রের ৫ জন অনুগামী 

নিজস্ব প্রতিনিধি , 

 লোকসভার শেষ দফার নির্বাচন রয়েছে আগামীকাল অর্থাৎ  শনিবার । তার আগে বড়সড়  আইনী স্বস্তি পেলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর ৫ জন অনুগামী । বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট তাঁদের সকলকে জামিন দিয়েছে। সপ্তম দফায় বসিরহাটে নির্বাচন। তার আগে স্বস্তিতে বিজেপি প্রার্থী রেখা পাত্রর  ৫ সঙ্গী। রেখার পাঁচ সঙ্গী অজিত সর্দার, গীতা বর, সুপ্রকাশ মণ্ডল, উৎপল মাইতি, সুদেব দে-র জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।  কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, থানার বাইরে থাকতে পারবেন তাঁরা।লোকসভা ভোটের মাঝেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছিল সন্দেশখালিতে। গত ৬ মে অস্ত্র নিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় কেউ গ্রেফতার না হওয়ায় থানার সামনে বসে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি। পরে এক ব্যক্তির বাড়িতে ৪০-৫০ জন মিলে লাঠি নিয়ে চড়াও হয়ে তাঁকে মারধরের ঘটনা ঘটে। সেই ঘটনায় আবার পাল্টা বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং তাঁর কয়েকজন সঙ্গীর বিরুদ্ধে মামলা হয়। তবে সেই মামলাতেই এদিন স্বস্তি মিলল সকলের।এই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী বলেন,-‘  ঘটনার খবর পেয়ে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করে। প্রচুর অস্ত্রও উদ্ধার হয়েছে। তবে অভিযুক্তরা এখনও গ্রেফতার হয়নি’। অন্যদিকে ওই ব্যক্তির বাড়িতে চড়াও হয়ে মারধরের ঘটনাতেও কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাই যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের স্বস্তি দিয়ে জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর পাঁচ সঙ্গী অজিত সর্দার, গীতা বর, সুপ্রকাশ মণ্ডল, উৎপল মাইতি এবং সুদেব দে জামিন পেয়েছেন।কলকাতা হাইকোর্ট  জানিয়েছে, -‘ অস্ত্র নিয়ে হামলার ঘটনা দুঃখজনক। এতে যে এখনও পর্যন্ত কোনও গ্রেফতারি হয়নি সেটাও দুর্ভাগ্যজনক ব্যাপার’। দ্রুত এই ব্যাপারে পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। একই সঙ্গে, ওই ৫ জনের বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছিল তার ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এদিন জামিন প্রাপ্তরা আসন্ন লোকসভা নির্বাচনে ভোটদান প্রক্রিয়ায় অংশও নিতে পারবেন তাঁরা।গত ৬ মে, অস্ত্র নিয়ে হামলার ঘটনায় ফের সন্দেশখালি  উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, অস্ত্র হাতে একদল হামলার চেষ্টা করে এবং বিজেপি সমর্থকরা তা রুখে দেন। উদ্ধার হয় অস্ত্রগুলি। কিন্তু হামলা চালানোর অভিযোগ উঠেছিল যাদের বিরুদ্ধে, তারা কেউ গ্রেপ্তার হয়নি এখনও। সেই ঘটনার পর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। এর পর আবার দিলীপ মল্লিক নামে একজনের বাড়িতে ৪০-৫০ জন লাঠি নিয়ে হামলা করে বলে অভিযোগ ওঠে। তাতে পালটা অভিযোগ করা হয় দিলীপ মল্লিকের তরফে। নাম জড়ায় বিজেপি প্রার্থী রেখা পাত্ররও। এসব নিয়ে মামলা দায়ের হয়।এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে জামিন পেলেন বিজেপি প্রার্থী রেখা পাত্রের ৫ জন অনুগামী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *