‘জিরো বাউন্ডারি মৈত্রী সম্মাননা’ পেলেন কবি কাজী নূর

Spread the love

‘জিরো বাউন্ডারি মৈত্রী সম্মাননা’ পেলেন কবি কাজী নূর

মোল্লা জসিমউদ্দিন  

সোমবার বিকেলে কলকাতার কলেজ স্কোয়ারে  মহাবোধি সোসাইটিতে বাংলাদেশের বিদ্রোহী সাহিত্য পরিষদের সার্বিক সহযোগিতায় অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হল ‘জিরো বাউন্ডারি আন্তর্জাতিক কবিতা উৎসব’।  এই কবিতা উৎসবে রাজ্যের বিভিন্ন জেলা থেকে পঞ্চাশের অধিক কবিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বাংলাদেশের যশোর থেকে কবি কাজী নূর মহাশয় ।এদিন  দশজন কবিকে ‘জিরো বাউন্ডারি সম্মাননা’ প্রদান করা হয়েছে। এবারে ‘জিরো বাউন্ডারি মৈত্রী সম্মাননা’ পেলেন বাংলাদেশের কবি কাজী নূর। নূর সাহেব পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কোগ্রামে কুমুদ সাহিত্য মেলায় হাসান আজিজুল হক রত্ন সম্মান পেয়েছিলেন চলতি বছরের গত ৩ রা মার্চ। এদিন  উপস্থিত সকল কবি তাঁদের স্ব-রচিত কবিতা পাঠ করেছেন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিতা পাক্ষিকের বর্তমান কর্ণধার যূথিকা চৌধুরী,  কবিতা ক্যাম্পাস পত্রিকার সম্পাদক অলোক বিশ্বাস,  কবি এবং অধ্যাপক বিশ্বজিত মাইতি , কবি রামকিশোর ভট্টাচার্য এবং নতুন কবিতার সম্পাদক রঞ্জন মৈত্র। জিরো বাউন্ডারি সম্পর্কে বক্তব্য রেখেছেন  কবি চিরঞ্জীব হালদার এবং নাসির ওয়াদেন।  কবিতা পাঠ করেছেন কবি দেবানন্দ ভট্টাচার্য,  গৌতম যশ , সব্যসাচী সরকার, সুকান্ত ঘোষাল,  রণজিৎ পান্ডে, শম্পা ঘোষ সহ আরো অনেকে।সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করেছেন  জিরো বাউন্ডারির কর্ণধার ডঃ আফজল আলি মহাশয়  ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *