তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা
প্রজাতন্ত্র দিবসের আগেই বিপুল পরিমাণের বিস্ফোরক উদ্ধার ঝাড়খণ্ড সীমান্তে
খায়রুল আনাম
প্রজাতন্ত্র দিবসের আগেই গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের ঝাড়খণ্ড রাজ্য সীমান্তের হস্তিকান্দা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে পুলিশ উদ্ধার করলো বিপুল পরিমাণের বিস্ফোরক। বিস্ফোরকের পরিমাণ দেখে হতবাক হয়ে গিয়েছে পুলিশ। পরিত্যক্ত ওই বাড়িটি থেকে থরে থরে সাজানো ৬ হাজার ৪০০ টি জিলেটিন স্টিকের মতো মারাত্মক বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। এই বিপুল পরিমাণের বিস্ফোরক কে বা কারা কী উদ্দেশ্যে জড়ো করেছিলো তা খতিয়ে দেখছে পুলিশ। প্রশিক্ষিত পুলিশ কুকুর এনে বিভিন্ন জায়গাতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়।
এই ঘটনাই প্রথম নয়। এর আগে জেলার ওই অঞ্চলে একটি পরিত্যক্ত গাড়ি থেকে বিপুল পরিমাণের বিস্ফোরক উদ্ধার করা হয়েছিলো। এই এলাকা থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনার পরে পুলিশ এক গ্রাম পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করার পরিপ্রেক্ষিতে হৈচৈ শুরু হয়ে যায়। যে ধরনের বিস্ফোরক উদ্ধার করা হয়েছিলো তাতে তার মারণ ক্ষমতার তথ্য জেনে তদন্তের ভার হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সেই তদন্ত এখনও চালিয়ে যাচ্ছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারই মধ্যে প্রজাতন্ত্র দিবসের আগে এভাবে বিপুল পরিমাণের বিস্ফোরক উদ্ধার হওয়ার মধ্যে দিয়ে বিস্ফোরক পাচারের কারবারীরা যে সক্রিয় রয়েছে, তা সহজেই অনুমান করা যাচ্ছে। এই বিপুল পরিমাণের বিস্ফোরক উদ্ধারের বিষয়টি পুলিশের পক্ষ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র গোচরে আনা হচ্ছে বলে জানা যাচ্ছে। আগে উদ্ধার হওয়া বিস্ফোরকের সাথে বর্তমানে উদ্ধার হওয়া বিস্ফোরকের কোনও সাদৃশ্যগত মিল আছে কী না, তাও খতিয়ে দেখা হবে বলেই জানা যাচ্ছে।।
ছবি : উদ্ধার হওয়া জিলেটিন স্টিক।