জীবনকৃতি পুরস্কার পেলেন সুন্দরবন গবেষক নাজিবুল ইসলাম মণ্ডল

Spread the love

জীবনকৃতি পুরস্কার পেলেন সুন্দরবন গবেষক নাজিবুল ইসলাম মণ্ডল

মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল প্রাঙ্গণে সম্মানিত হলেন
সুন্দরবন গবেষক- সাহিত্যিক নাজিবুল ইসলাম মণ্ডল । তাঁর জীবনে দীর্ঘ ২৭ বছর জুড়ে সুন্দরবনকে নিয়ে বিপুল গবেষণা , সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড জন্য এই সম্মাননা প্রদান করা হল ! প্রদান করল – ‘মুক্তি’ নামক একটি সামাজিক সংগঠন ।
উল্লেখ্য স্বেচ্ছাসেবী সংগঠনটি , সমগ্র সুন্দরবনের কৃতি সন্তানদের স্ব স্ব কাজের জন্য সম্মানিত করে । অন্যরা হলেন – বাসন্তির অমল নায়েক , মথুরাপুরের মায়স মায়া মণ্ডল , শশাঙ্ক শেখর নিয়োগী, বিজেন্দ্র বৈদ্য ,দেবীশংকর মিদ্যা , সন্দেশখালীর শ্যামল গায়েন প্রমুখ।
নাজিবুল ইসলাম মণ্ডল বলেন – আমার সাহিত্য ভাবনার প্রথম প্রদর্শক হলেন আমার দাদু । মাত্র ৯ বছর বয়সে আব্দুর রহিম রচিত ‘গাজি কালু চম্পাবতী কন্যার পুঁথি ‘ আমাকে জোর করে তিনি পড়াতেন । সেখান থেকে আমার পয়ার ও দ্রুপদী ছন্দের সঙ্গে পরিচয় হয় । সাহিত্যের রসদ খুঁজে পাই । তারপর সময়ের কালক্রমকে অতিক্রম করে ১৯৯৭ সালের ২৭ সেপ্টেম্বরে সূচিত হয়ে আজ ‘সমকালের জিয়নকাঠি’ অনেকটা পথ অতিক্রম করে করেছে । অখণ্ড সুন্দরবনকে (দুই বাংলারসুন্দরবনকে নিয়ে) নিয়ে আমাদের ৮০০০ পৃষ্ঠার বহু মূল্যবান গ্রন্থ সম্ভার গবেষক -পাঠকের কাছে আদৃত হয়ে আসছে দুদশক ধরে । “
মুক্তির কর্ণধার শংকর হালদার বললেন – নাজিবুল ইসলাম এবং সুন্দরবনের নাম একই সঙ্গে উচ্চারিত হতে শোনা যায় ! আমরা তাঁকে সম্মানিত করে খুশি !
সুন্দরবনেরই রায়দিঘী’র মুক্তি ‘ ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্র তৈরি করেছে । এই সুন্দরবন মেলায় সুন্দরবনের ভূমিপুত্রদের নিয়ে সম্মাননা প্রদর্শন রীতিমতো প্রশংসিত হয় । সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ভৃগুরাম হালদার , অনূপ পারিয়া , পৃষ্ঠপোষকায় ছিলেন কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের প্রধানশিক্ষক চন্দন মাইতি ও শংকর হালদার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *