জীবনবিমায় বিলগ্নীকরণে ৭৪%

Spread the love

মোল্লা জসিমউদ্দিন,

গোটা দেশজুড়ে আমজনতা থেকে শিল্পপতি প্রত্যেকেরই অগাধ বিশ্বাস জীবনবীমা অর্থাৎ এলআইসির প্রতি।তবে এবার ১৯৩৮ সালে কেন্দ্রীয় সরকারের বীমা নীতির আমূল পরিবর্তন ঘটালো মোদীর সরকার।সোমবার দুপুরে দিল্লির সাংসদ ভবনে কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাঙালিয়ানার বেশে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। সেখানে জীবনবীমার বিলগ্নীকরণের হার গতবারের ৪৯% থেকে একলাফে বাড়িয়ে করা হলো ৭৪%। এবার এলআইসির  শেয়ার এবং আইপিও বাজারে বিক্রি চলবে।এতে ২৫ হাজার কোটি টাকার অনুদান মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার।ভারতবর্ষের সর্বপ্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু জীবনবীমা কে মন্দিরের সাথে তুলনা করে গেছেন। সেই জীবনবীমার ৭৪% বেসরকারি বিনিয়োগ নীতি ক্রমশ ঝুঁকির মধ্যে ঠেলে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও রাজ্যের বিজেপি নেতাদের সাফাই – ” আমরা তো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সময় এত কিছু ভাবিনা, তাহলে এলআইসির ক্ষেত্রে এমন কথা কেন !” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *