” জীবনের গল্প”
সেখ আব্দুল জব্বার
১৪ই বৈশাখ,১৪৩০সাল,শুক্রবার ( ইংরেজি 28 April,2023 )
এ জীবনের হৈ চৈ , হাসিখুশি, সুখদুঃখ , কোলাহল
থেমে যাবে একদিন একাকিত্বের নিবিড় / নিভৃত আঁধারে….!
জানিনা কখন যেন নীরবে চাঁদ ডুবে যাবে হোগলার বনে… !
ঝরা পালকের মতো ঝরে যাব হঠাৎই একদিন !
হয়তোবা নিজের ঘরে ফেরার সময় হবে সেদিন !
এ পৃথিবী ছেড়ে চলে যাবার পথে,
হৃদয় প্রন্তরে অনেক মধুর স্মৃতির ভান্ডার !
অপরূপা এই রূপসী বাংলার সোঁদা মাটির গন্ধে মাতাল আমার হৃদয় !
আমার প্রত্যাশারা পথ চেয়ে আছে ,
অনন্তকাল শুধু বেঁচে থাকার আশায় , এই বাংলায় !
তাই শুধু এক আকাশ বিষাদের মেঘ নিয়ে….
বসে রবো সহস্র বছর ধরে….তোমাদের নিঃস্বার্থ ভালোবাসার পাহাড়ের চূড়ায় !
কেবলই মনে হয় বেঁচে থাকি তোমাদের মাঝে…সুখে দুঃখে প্রতি পলে… প্রতি ক্ষণে !
তাই যাবার আগে বিরহের আঁচলে বেঁধে নিতে চাই….
ভাঁজ করা রূপসী বাংলার বাঁকা আলপথ,
শাপলা শালুক ফুলে ভরা শরতের পদ্মদিঘী,
কচুরিপানা ও হোগলার বন,
আর রূপসী বাংলার সবুজ ধানক্ষেত !!
হয়তোবা ইচ্ছেমতো লুকিয়ে রব যখন তখন,
….এই সব সবুজ বনানীর গভীরে ৷
হয়তোবা কোন একদিন কাকভেজা শ্রাবণের বিষন্ন বাতাস,
নির্ঘুম রাতের সিথানে নিঃশব্দে মাথা রাখবে,
ঠিক যেন একটা আমারাত্রির নিঃস্তব্ধ সৌন্দর্যের মতো!
নতুবা হেমন্তের এক পরন্ত বিকেলের নিভে যাওয়া নরম রোদের মতো !
নতুবা পৌষের দিনের কোন এক সঙ্গীহীন শালিকের মতো !
হয়তোবা বসন্তের এক শিমুল আর পলাশ রাঙা অলস মধ্যাহ্নের মতো !
একদিন ঠিক এক এক করে সবাই চলে যাবো…..
আচমকা শুধু কালবৈশাখী কোন এক ঝড়ের দমকা হাওয়ার অপেক্ষা…!
জীবন নদীর বাঁকে বাঁকে কত শত গল্প,
আমার জীবনের বিষন্ন স্বরলিপি,কান্নার ঢেউয়ের মতো …..
লেখা থাকবে অনাদি অনন্তকাল , সহস্র নদীর তীরে….পৃথিবীর বারান্দায় !
পাকা দালান ঘর….সুন্দরী স্ত্রী,
আদরের সন্তান..বিশাল বিত্ত, ঐশ্বর্য…
সব কিছু রয়ে যাবে আমাকে ছাড়াই…!!
সাড়ে তিন বাই আড়াই হাত মাটির বুকে…
শুয়ে রবো একা নিঝুম নিরালায়… !
অগণিত নিঃশব্দ অভিমান, নিরব আর্তনাদ, কত না বলা অভিযোগ,
আমার কন্ঠ-নালিতে আটকে থাকা অজস্র বোবা কষ্টগুলোকে মুক্তি দিয়ে….
নিথর দেহের সাথে, তিন টুকরো সাদা কাফনের কাপড়কে একমাত্র সঙ্গী করে,
হারিয়ে যাবো……
ওই দূরে…. আরোও বহুদূর আলোকবর্ষ পার করে,
সাত আসমানের উপর অসংখ্য নক্ষত্রপুঞ্জ এর পাশে,
নিঃসঙ্গ নক্ষত্র হয়ে জেগে রবো সেখানে চিরতরে….. !
একটা সময় এসে মানুষ জেনে যায় এই পার্থিব জীবন চিরস্থায়ী নয়!
কারো থাকা না থাকাটা জীবনের অপরিহার্য নয় ৷
জীবন কখন যেন খুচরো পয়সার মতো খরচ হয়ে যায়….
সুখে এবং দুঃখে, বেদনায় এবং বিষাদে, অপেক্ষায় এবং পাওয়া না পাওয়ার আক্ষেপে……,
পরিশেষে মানুষ হেরে যায় মরণের কছে… মৃত্যুটাই সবথেকে কাছের এবং বিশ্বাসী!
বাকি সবকিছুই বহুদূর…অলীক কল্পনা ,এবং অবিশ্বাসী….!