জীবন লড়াই
সঞ্চিতা পোদ্দার
পথে বসে কেউ কেউ কেঁদে চাই একটু নুন ভাত।
রাজপ্রাসাদে বসে কেউ কেউ অন্ন করে বরবাদ।
কেউ কেউ ফুটপাতে কাটাচ্ছে দিন কিংবা রাত।
কেউ কেউ আবার বিলাসবহুল নানান জিনিসে
নিচ্ছে নানান রকম সাধ।
কেউ কেউ রোদ বৃষ্টি ঝড়ে কত লড়াই করে।
কেউ কেউ ঘরে বসে এই সব দেখে আনন্দ
উপভোগে মেতে ওঠে একে অপরের তরে।
কেউ কেউ অভাবে তাড়নায় স্বভাব করে নষ্ট।
কেউ কেউ আবার লক্ষ টাকা দিয়ে ফুর্তি করে
তবুও হয়না তাদের কষ্ট।
কেউ কেউ ট্রামে ট্রেনে বাসে পেটে দায়ে করে ভিক্ষা।
কেউ কেউ আবার সব পেয়ে ও হয় যে অমানুষ
এটাই তো সমাজের শিক্ষা।
কেউ কেউ টাকার অভাবে কঠিন অসুখে হারায় প্রাণ।
কেউ কেউ আবার টাকা থেকেও মৃত্যু কে
জীবন করে দান।
কেউ কেউ কাজের সন্ধানে ভিন রাজ্যে দিচ্ছে পাড়ি।
কেউ কেউ আবার বিদেশ ঘুরে
রেকর্ড করচ্ছে সারি সারি।
মানুষে মানুষে বিভেদ মোরা নিজেরাই করি সৃষ্টি।
মানুষ বাদের সকল জীব জন্তু কারোর
দিকে কেউ দেয় না দৃষ্টি।