জীর্ণ কুটিরে আমি

Spread the love

জীর্ণ কুটিরে আমি


বিভাগ –গদ্য কবিতা
কলমে–নির্মল কুমার প্রধান
তারিখ –০৫/১০/২০২৪

চাঁদের আবির্ভাব – তিরোভাব দেখে
আমি জেগে থাকি ফি-বছর
অমাবস্যায় রাত কাটাই প্রদীপের মুখ চেয়ে
আবার জীর্ণ চালের ফাঁকে জোছনা ঢুকে পড়লে
আমি তৃপ্তির আস্বাদন করি চুপিসারে।

উঠোনে আমার প্রিয় তুলসীতলা
হেনা-কামিনীর গন্ধ এসে কুটিরে খেলা করে
খুশিতে আমি প্রহর কাটাই
উঠোন ছোঁয়া আলপথ আমাকে নিয়ে যায়
সোনালি শস্যের হাটে , ক্ষেত -সবুজের ঘাটে ঘাটে
হয়তো বা বাবলা সারির পথে কোন দীঘির পাড়ে।

কুটিরে বসে ভিজে ভাত খাই রোদ্দুর ভোরে
কলমী তুলি , মোটা ভাতে নুন মাখাই
নিশ্চিন্তে ঘুমোই শীতলপাটিতে — স্বপ্নও দেখি
ভালোবেসে দাঁড়াই নিকানো আঙিনায়
দিগন্ত নেমে আসে খুব কাছে , চাঁদ আসে শীরিষের ফাঁকে
আমার সুখের ঠিকানা এই জীর্ণ কুটিরটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *