জুনিয়র কনস্টেবল পদে চাকরির নিয়োগপত্র প্রদান
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- ভোট পর্ব মিটতেই ফের জেলায় চাকরিতে নিয়োগ প্রদান।এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি হিসেবে আত্মপ্রকাশ করতে চলা সেই ডেওচা- পাচামি কয়লাখনি।একমাত্র আশার আলো ডেউচা পাচামী কয়লা শিল্পের ভবিষ্যৎ। জমি নিয়ে টানা পোড়নের মাঝে ও রাজ্য সরকার উন্নয়নের নিরিখে ধীর গতিতে অগ্রসর হতে থাকেন।তবে এরই মাঝে প্রায় ১৪০০ জন ডেওচা-পাচামির জন্য জমি দাতা হিসেবে জুনিয়র কনস্টেবল ও গ্রুপ- ডি পদে নিযুক্ত হয়েছে।সেরূপ বুধবার সিউড়ি ইনডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে ২৬৪ জন জমিদাতাকে পুলিশের জুনিয়র কনষ্টেবল চাকরির নিয়োপত্র প্রদান করা হয়। আগামী দিনে আরও শতাধিক জমিদাতাকে গ্রপ-ডি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বীরভূমের জেলাশাসক বিধান রায়। সিউড়ির ইন্ডোর ষ্টেডিয়ামে এই চাকরির নিয়োগপত্রগুলি তুলে দেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক বিধান রায়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ, জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি।এক সাক্ষাৎকারে জেলা শাসক বিধান রায় বলেন ১২- ১৩ লোটে ২৬৪ জন জমি দাতা কে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হয়।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ভাবনা পরিকল্পনায় এক যুগান্তকারী মানবিক প্যাকেজ তৈরী করেছিলেন। তার আহ্বানে সাড়া দিয়ে জমিদাতারা স্ব- ইচ্ছায় এগিয়ে আসেন। তারই ধারাবাহিকতায় এই নিয়োগ প্রক্রিয়া। জমি দাতাদের সিরিয়াল অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চলছে। আগামীতে আরো ১০০ জনের গ্রুপ- ডি পদে নিয়োগের প্রসেস চলছে।