জেদ
সমীর পণ্ডিত (কোলাঘাট, পূর্ব মেদিনীপুর)
বৃষ্টি টুপটাপ …হিমেল হাওয়া বড্ড বেমানান।
আজকাল রাত দিনের পার্থক্য উপলব্ধি করতে ইচ্ছে করেনা।
যদিও নাম না জানা রাতপাখি ডেকে উঠে বারবার।
মুঠোফোনে আর ফোন আসেনা আগের মত।
হয়তো সে ভুলে গেছে,
কিংবা ব্যাস্ততা!!!
এলোচুলের গন্ধ আজও নিশ্বাসে..হৃদয়ে।
মেঘগুলো অভিমান নিয়ে উড়ে চলে,
জোনাকিরা যদিওবা সাক্ষী আছে।
ভুল এক তরফা হতে পারে.. নয়তো দূ তরফা।
দিনের শেষে আবেগ কে হারিয়ে জেদ জিতে গেল।
নির্বাক আমি ভাবুক আমি ,
কল্পনাগুলো শুধুই বায়না করে।
নিস্পলক চোখের পাতা ক্লান্ত,স্তব্ধ তার অপেক্ষায়।
স্পর্শ, হৃদস্পন্দন,দৃষ্টি , মায়া,প্রতিজ্ঞা সবই ছিল ছলনা।
রাত্রি যদিও গভীর,
তবুও আনমনে জেগে আছি।
মায়াবি গোধূলির হাতছানি দূর আরো দূর…,।
এক বোষ্টমী আগমনী গান শুনিয়ে গেল,
পূর্বের জানালা খুলে দেখি আর এক নতুন ভোর।