জেলবন্দি পিনবি কেলেংকারীর মেহুল চোকসিকের জখমের ছবি!
খায়রুল আনাম,
ভারতে পাঞ্চাব ন্যাশনাল ব্যাংকের আর্থিক কেলেংকারীর মূল অভিযুক্ত হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকের বন্দিদশার ছবি এলো সংবাদমাধ্যমে। যদিও এই ছবির সততা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান। এই মুহুর্তে ক্যারিবিয়ান দ্বীপ ডোমিনিয়ায় বন্দি এই ভারতীয় হিরে ব্যবসায়ী। ওখানকার স্থানীয় সংবাদমাধ্যমে উঠে এসেছে জেলবন্দি মেহুল চোকসিকের আহতের ছবি।চোখ ফুলে লাল, হাতে কালশিটে, গভীর ক্ষত হাতে।পুড়ে যাওয়ার দাগও রয়েছে। সম্প্রতি নৌকা করে পালাতে গিয়ে ধরা পড়ে এই ব্যবসায়ী। যদিও এন্টিগুয়ার নাগরিকত্ব নেওয়া রয়েছে এই ব্যবসায়ীর।তাই এন্টিগুয়ার প্রধানমন্ত্রী ডোমিনিয়ার প্রধানমন্ত্রী কে ভারতে প্রত্যাবর্তন করার জন্য চিঠি দিয়েছেন। তবে ক্যারিবিয়ান দ্বীপে স্থানীয় আদালতে বিচার চলছে এই ব্যবসায়ীর গ্রেপ্তারি বৈধতা কিনা তা নিয়ে। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এই আহত ব্যবসায়ী কে স্থানীয় হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। করোনা নেগেটিভ রিপোর্ট মিলেছে জেলবন্দি মেহুল চোকসিকের।