জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের শিশু দিবস উদযাপন
সেখ রিয়াজউদ্দিন বীরভূম:-
১৪ ই নভেম্বর পন্ডিত জহরলাল নেহরুর জন্মদিবস। এদিনটি শিশু দিবস হিসেবে পালন করা হয়। সেই উপলক্ষে বৃহস্পতিবার একটি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় রাজনগর ব্লকের তাঁতিপাড়া আই, টি, উচ্চ বালিকা বিদ্যালয়ে। পন্ডিত জহরলাল নেহরুর সমন্ধে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি আইনি সংক্রান্ত বিভিন্ন বিষয়েও আলোচনা করা হয়। বিশেষ করে বাল্যবিবাহ, শিশু শ্রম, পনপ্রথা, শিশু পাচার ও সাইবার সংক্রান্ত বিষয়ে আলোকপাত করা হয়। বর্তমানে শিশু ও বালিকাদের উপর কি কি দিকগুলো বেশি বেশি লক্ষ্য রাখতে হবে এবং আইনি সহায়তার জন্য কোথায় ও কিভাবে যোগাযোগ করতে হবে।সেগূলি যেমন বলে দেওয়া হয় তেমনি যোগাযোগ করার জন্য ফোন নাম্বার গুলোও দেওয়া হয় সকলের মধ্যে। কোনো সমস্যার সম্মুখীন হলে স্থানীয় থানার পুলিশ কিংবা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে বলা হয়। এদিন আলোচনা থেকে বার্তা দেওয়া হয় যে,
শিশু শ্রম ও বাল্যবিবাহ হওয়ার খবর পেলে সেগুলো রোধ করার লক্ষ্যে সঙ্গে সঙ্গে স্কুলের প্রধান শিক্ষিকাকে কিম্বা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের নিকট ফোন বা যে কোনো ভাবে খবর পৌঁছানোর আহ্বান জানান।যে খবর টা দিবে তার নাম ও ফোন নাম্বার গোপন রাখা হবে বলে আশ্বস্ত করেন। পড়ুয়াদের উৎসাহ প্রদান করার লক্ষ্যে ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও জজ নিরুপমা দাস ভৌমিক, পার্শ্ব আইনি সহায়ক মহম্মদ রফিক, তাঁতিপাড়া আইটি গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।