জেলা আইনি সহায়তা কেন্দ্রের স্টল উদ্বোধন, জেলার বিভিন্ন পুজো মন্ডপে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- শারদীয়া উৎসবের শুভারম্ভ। গ্রাম থেকে শহরজুড়ে পুজোর মন্ডপের কাজকর্ম শেষ পর্যায়ে। চলছে মন্ডপে মন্ডপে পুজো সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই আবহে ভীড় বাড়ছে মানুষের আনাগোনা। পুজো মন্ডপে আগত দর্শনার্থী থেকে শুরু করে আগত মানুষের কাছে আইনী সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে জেলা আইনি সহায়তা কেন্দ্রর উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে পুজো মন্ডপের সামনে স্টলের উদ্ভোধন করা হয়। জেলার মধ্যে সিউড়ি পুলিশ লাইন, সিউড়ি সংশোধনাগার, বোলপুর, রামপুরহাট ও দুবরাজপুর এলাকায় স্টল খোলা হয় বলে জানা যায়। স্টলের উদ্ভোধন করেন জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিক। এছাড়াও ছিলেন পার্শ্ব আইনি সহায়ক মহম্মদ রফিক, পার্থ কর্মকার, দেবীপ্রসাদ চৌধুরী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্টল গুলোতে দুই জন করে পার্শ্ব আইনি সহায়ক থাকবে এবং স্টল খোলা থাকবে আগামী ১১ ই অক্টোবর পর্যন্ত।আইনি সংক্রান্ত আলোচনা তথা পরামর্শ পাওয়া যাবে তাদের কাছ থেকে। তাছাড়া আইনি সচেতনতা বিষয়ক বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ করা হবে। একান্ত সাক্ষাৎকারে পুজোর মন্ডপে স্টল খোলার ব্যাপারে বিস্তারিত বিবরণ দেন জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিক।