জেলা আর্চারী প্রতিযোগিতার ট্রায়েল
সেখ সামসুদ্দিন , ২২ সেপ্টেম্বরঃ জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার উদ্যোগে নুদিপুর ভূপেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ে জেলা আর্চারী প্রতিযোগিতার ট্রায়েল হয়। অনুর্ধ ১৫, ১৭ ও ১৯ বছরের তিনটি রাউন্ড ইন্ডিয়ান রাউন্ড, কম্পাউন্ড রাউন্ড ,পিকআপ রাউন্ড এর ট্রায়াল হয়। এখান থেকে যারা সিলেকশন হবে, তারা ঝাড়গ্রাম বেঙ্গল আর্চারি একাডেমিতে ২-৪ অক্টোবর পূর্ব বর্ধমানের হয়ে প্রতিনিধিত্ব করবে। ওখান থেকে যারা পজিশন পাবে, তারা ন্যাশনালে খেলবে এবং এখানকার সার্টিফিকেট স্কুল, কলেজ, ইনভারসিটিতে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে। এখানে যারা অংশগ্রহণ করে তারা মূলত সানরাইজ ক্লাবের বিরষা মুন্ডা আর্চারী একাডেমিতে নিয়মিত প্রশিক্ষণ নেয়। এবং এই প্রশিক্ষণ রক্ত ছাত্রছাত্রীরা এলাকার বিভিন্ন স্কুলের পড়াশোনা করে এবং স্কুল গেমস বলে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী হিসেবে তারা অংশগ্রহণ করছে বলে জানান সানরাইজ ক্লাবের বিরসা মুন্ডা আর্চারি একাডেমির ও পূর্ব বর্ধমান জেলা আর্চারী অ্যাসোসিয়েশনের সম্পাদক সনাতন হেমব্রম এবং বর্ধমান সদর সাউথ সাব ডিভিশনের জয়েন্ট সেক্রেটারি বিপ্লব রায়। ২০ জন ছাত্রছাত্রী পূর্ব বর্ধমান জেলা থেকে অংশগ্রহণ করছে।