জেলা পুলিশের উদ্যোগে নজরুল জয়ন্তী পালন খয়রাশোল থানায়

Spread the love

জেলা পুলিশের উদ্যোগে নজরুল জয়ন্তী পালন খয়রাশোল থানায়

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ২৫ শে মে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও খয়রাশোল থানার ব্যবস্থাপনায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী” পালিত হয় স্থানীয় থানা চত্বরে।
বিদ্রোহী কবির প্রতিচ্ছবিতে মাল্য ও পুষ্পার্ঘ্য নিবেদন এবং প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।অনুষ্ঠানে নাচ,গান,কবিতা আবৃতি সহ বিদ্রোহী কবির বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ। খয়রাশোল থানার ও সি তপাই বিশ্বাসের উদ্যোগে থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কচিকাঁচার দল সহ অনেকের অংশগ্রহণ করার প্রেক্ষিতে ওসির এরূপ মনমানসিকতার ভূয়োসী প্রশংসা করেন অংশগ্রহণকারীদের অভিভাবক সহ স্থানীয় মানুষজন।উপস্থিত ছিলেন খয়রাশোল বি ডি ও সৌমেন্দু গাঙ্গুলী,খয়রাশোল থানার ও সি তপাই বিশ্বাস,নানুর ব্লকের কুলিয়া গ্রামের বহুরুপী সাজে সুবল দাস বৈরাগ্য, চারণকবি ও লোকশিল্পী নারায়ন কর্মকার, সমাজসেবী মাধব চন্দ্র লাহা,অবসরপ্রাপ্ত শিক্ষক সুবল চন্দ্র মন্ডল,অচিন্ত্য চৈতন্য ব্রহ্মচারী, মনোজ গাঙ্গুলী প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।থানার সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে স্থানীয় লোকজন সহ থানায় কর্মরত সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *