জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন, পৌর মজদুর কংগ্রেসের
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- সম কাজে সম বেতন, প্রভিড্যান্ট ফান্ড সহ কয়েক দফা দাবির পরিপ্রেক্ষিতে বুধবার বীরভূম জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিউড়ি পৌর মজদুর কংগ্রেসের পক্ষ থেকে ।সেইসাথে শ্রম দপ্তরের আধিকারিকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের প্রতিনিধির নিকট বৃত্তান্ত শোনার পর অবিলম্বে দাবিগুলি পূরণের জন্য যথাবিহিত ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন বলে সংগঠন দাবি। জেলা আই ইন টি ইউ সি সভাপতি মৃণাল বসু জানান শ্রম দপ্তরের অফিসারের উপর ভরসা করা যেতে পারে ।এদিন মিছিলে নেতৃত্ব দেন রবি ধীবর, দীপক কাহার, সাধন দাস,কেষ্ট দাস, ছোটন মাহারা, দীপিকা মাহারা প্রমুখ নেতৃত্ব। উল্লেখ্য ইতিপূর্বে সংগঠনের ব্যানার, পতাকা, দাবি সম্বলিত প্ল্যাকার্ড সহ সুসজ্জিত মিছিল সিউড়ি শহর পরিক্রমা করে।