জেলা হস্ত ও তাঁতশিল্প মেলার শুভ সূচনা হলো দুর্গাপুরে
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, দুর্গাপুর-:
পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র শিল্প ও বস্ত্র দপ্তরের যৌথ উদ্যোগে দুর্গাপুরে শুভ সূচনা হলো জেলার হস্ত ও তাঁত শিল্প মেলার । সিটি সেন্টার লাগোয়া দুর্গাপুর হাট প্রাঙ্গণে আয়োজিত এটি এই মেলার দ্বিতীয় বর্ষ। জেলার হস্ত ও তাঁত শিল্পী সহ বিভিন্ন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর তৈরি শিল্প সামগ্রীর বিপণনের ক্ষেত্র প্রসারে জন্য মুখ্যমন্ত্রী এই মেলার আয়োজন করার উদ্যোগ নিয়েছেন। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নামবালাম, দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল, মহকুমা শাসক ডঃ সৌরভ চট্টোপাধ্যায়, সংশ্লিষ্ট দপ্তরের অতিরিক্ত অধিকর্তা সুদীপ্ত ভট্টাচার্য, এডিএম ই সুহাসিনী সহ হস্ত ও তাঁত শিল্প দপ্তরের আধিকারিক ও বিশিষ্টজনেরা।
জানা যাচ্ছে দুর্গাপুর হাটে আয়োজিত এই মেলায় আটটি জেলার হস্ত ও তাঁত শিল্পীদের জন্য মোট চল্লিশটি বিপণী রাখা হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই মেলা চলবে। গতবারে এই মেলায় প্রায় ৩৫ লক্ষ টাকার সামগ্রী বিক্রি হয়। এবার এবারের লক্ষ্য ৫০ লক্ষাধিক টাকা। এই মেলাকে সফল করার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়। মেলার উদ্বোধন পর্বের শেষে স্কুল পড়ুয়াদের হাতে রাজ্যের 'সবুজ সাথী' প্রকল্পের সাইকেল তুলে দেওয়া হয়।