জোর কদমে চলছে পাড়ায় সমাধান কর্মসূচি জঙ্গলমহল জুড়ে।
শুভদীপ ঋজু মন্ডল। বাঁকুড়া:-রাজ্য জুড়ে চলছে পাড়ায় সমাধান কর্মসূচি পিছিয়ে নেই জঙ্গলমহলও আজ দিনভর বৃষ্টি সেই বৃষ্টিকেই উপেক্ষা করে উপভোক্তারা ভিড় করেন রাইপুরের মটগোদা গ্রাম পঞ্চায়েতের শুশুনিয়া প্রাথমিক বিদ্যালয় উপস্থিত ছিলেন রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয়নারায়ণ দে তিনি উপস্থিত উপভোক্তাদের অভাব অভিযোগ শুনেন এবং কিভাবে সমাধান হবে তার ব্যাখ্যা তাদের সাথে আলোচনা করেন। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প গুলি থেকে এখনো যে সমস্ত মানুষজন বঞ্চিত রয়েছেন তাদের কাছ থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করা হচ্ছে শিবির গুলিতে বলে জানালেন রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক। পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক প্রকল্পগুলি থেকে যাতে কোন মানুষ বঞ্চিত না থাকেন সেদিকে নজর দেওয়া হয়েছে এই পাড়ায় সমাধান কর্মসূচিতে।