জোহার মারাং বুরু সেবা নিকেতনের স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা সভা
সেখ সামসুদ্দিন, ১২ অক্টোবরঃ মেমারি থানার খয়েরপুর দূর সীমানা গ্রামে জোহার মারাং বুরু সেবা নিকেতনের ব্যবস্থাপনায় সমাজসেবী সরকার মান্ডির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বাদনা পরবের আগে বিশেষ সচেতনতা অনুষ্ঠান করা হয়। এই স্বাস্থ্য পরীক্ষা শিবির বিকাল থেকে শুরু হলেও মূল অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যার পর এবং সারারাত ধরে চলে। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এম ডি মেডিসিনের চিকিৎসক ডাঃ ঈশা মণ্ডল, চক্ষু চিকিৎসক ডাঃ মানস ভট্টাচার্য্য সহ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের উপস্থিতিতে দেড় শতাধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান। এখানে স্বল্প মূল্যে ওষুধ ও চশমা প্রদানেরও ব্যবস্থা ছিল। সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পর স্বাস্থ্য শিবির শেষে উপস্থিতি অতিথিবৃন্দ ও চিকিৎসকদের সম্বর্ধনা জানানো হয়। অতিথি হিসেবে ছিলেন বারুইপুর সত্যানন্দ বিদ্যাপীঠ আশ্রমের দিব্যাত্মানন্দ মহারাজ, নবান্নে খাদ্য দপ্তরের অফিসার পিনাকী ঘোষ সহ ডাঃ আমজেদ আলীর নেতৃত্বে চিকিৎসকবৃন্দ। তারপর শুরু হয় আদিবাসী সমাজের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, ঝাড়খণ্ড সহ দূর-দুরান্ত থেকে আসা পাঁচ শতাধিক মানুষকে সচেতনতা সভা। জোহার মারাং বুরু সেবা নিকেতনের প্রাঙ্গন-বারান্দা কানায় কানায় পূর্ণ। সপ্তাহে প্রতি বুধবার সচেতনতা সভা করা হলেও এবার শনিবার করা হয়েছে মানুষের অসুবিধার কথা ভেবে বলে জানান সরকার মান্ডি।