জ্যোতিপ্রিয়ের ফের স্বাস্থ্য পরীক্ষা হবে কম্যান্ড হাসপাতালে, ১২ সেপ্টেম্বর শুনানি হাইকোর্টে
মোল্লা জসিমউদ্দিন,
বুধবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি শুভ্রা ঘোষ এর এজলাসে উঠে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন বিষয়ক মামলা।দীর্ঘদিন ধরে চিকিৎসা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। বারবার মেডিক্যাল পরীক্ষাও হয়েছে তাঁর। তবে এসএসকেএম-এর রিপোর্টে গলদ থাকার কথা বলে হাইকোর্টের দ্বারস্থ ইডি। ধৃতের আইনজীবী অসুস্থতার কথা বললেও, তা মানতে রাজি নয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই ফের নতুন করে স্বাস্থ্য পরীক্ষা হবে জ্যোতিপ্রিয়র।জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন ভাগ্য ঝুলে রইল স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে। এবার স্বাস্থ্য পরীক্ষার জন্য ইস্টার্ন কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিককে পাঠাল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনে নতুন করে স্বাস্থ্য পরীক্ষা হবে রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের।আগামী ১১ সেপ্টেম্বর মধ্যে জ্যোতিপ্রিয় স্বাস্থ্য পরীক্ষা রিপোর্ট দিতে নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের। কমান্ড হাসপাতালে জেল কতৃপক্ষের পাশাপাশি ইডি নজরদারিতে থাকবেন জ্যোতিপ্রিয়। তাঁর সুগার মাত্রা নিয়ে সংশয় প্রকাশ করেছে ইডি। এসএসকেএমের দেওয়া রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইডি। তারই পরিপ্রেক্ষিতে এবার জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য পরীক্ষা করে দ্বিতীয় মতামত জানতে কমান্ড হাসপাতালকে নিযুক্ত করল হাইকোর্ট। ১২ সেপ্টেম্বর ফের মামলার শুনানি।উল্লেখ্য, জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি তাঁকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁর স্বাস্থ্য রিপোর্ট চায় আদালত, সেই রিপোর্ট কোর্টের কাছে জমা দিয়ে জ্যোতিপ্রিয়র জামিন চান তাঁর আইনজীবী। জ্যোতিপ্রিয়র আইনজীবীর দাবি, -‘জ্যোতিপ্রিয় বারবার অসুস্থ হয়ে পড়ছেন। তাঁর বুকে ব্যথা হচ্ছে। এরফলে তাঁকে যেন জামিন দেওয়া হয়’। এদিকে, ওই রিপোর্ট জমা দেওয়ার পরই সংশয় প্রকাশ করেছে ইডি।ইডি-র আইনজীবী ধীরজ ত্রিবেদীর দাবি, -‘ রিপোর্টে বেশ কিছু গলদ আছে বলে তাদের মনে হয়েছে’ । কমান্ড হাসপাতালে প্রাক্তন মন্ত্রীর মেডিক্যাল টেস্ট করার কথা বলেছেন তারা। এর আগেও হাইকোর্টের অন্য বেঞ্চের নির্দেশে কমান্ড হাসপাতালে মেডিক্যাল টেস্ট হয়েছে জ্যোতিপ্রিয়র।জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী জানিয়েছেন, -‘যে কোনও মুহূর্তে প্রাক্তন মন্ত্রীর ডায়ালিসিস করার প্রয়োজন হতে পারে।আমরা বিশেষজ্ঞ নই, কিন্তু রিপোর্ট দেখে আদালত অন্তত বোঝার চেষ্টা করুক এবং সিদ্ধান্ত নিক।’ইডি জানিয়েছে , -‘ ২০১৯ সালের জুন মাসের রিপোর্টে বলা হয়েছে জ্যোতিপ্রিয়র সুগার ৯.৮। সুগারের মাত্রা খাওয়া দাওয়ার উপর নির্ভর করে। টেস্ট করার আগে প্রচুর মিষ্টি খেয়ে থাকলে রিপোর্টে মাত্রাও বেশি দেখাবে’।শুনানির পর ইস্টার্ন কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের পুনরায় স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নির্দেশ দেওয়া হয়েছে, প্রেসিডেন্সি জেলের সুপার ও ইডি-র প্রতিনিধির উপস্থিতিতেই এই পরীক্ষা করতে হবে। এর আগে কলকাতার এসএসকেএম ও অ্যাপোলো হাসপাতালে যে পরীক্ষা হয়েছিল, সেই রিপোর্টে গলদ রয়েছে বলে অভিযোগ জানিয়েছিল ইডি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ফের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেওয়া হল। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ, -‘আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট দিতে হবে কমান্ড হাসপাতালকে। আগামী ১২ সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি রয়েছে ‘।