উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় ,
করোনোর আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। একদিকে করোনা অন্যদিকে ডেঙ্গু মোকাবিলায় এগিয়ে এসেছে রাজ্যের সরকার। আর তাই কোভিড১৯ ও ডেঙ্গু মোকাবিলার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে জয়নগর-মজিলপুর পৌরসভার উদ্যোগে পৌরসভার সাফাই কর্মী, স্যানিটেশন কর্মী, স্বাস্থ্যকর্মী, আশা কর্মী ও অন্যান্য কর্মীদের নিয়ে এক সচেতনতামূলক ও সতর্কতামূলক এক প্রশিক্ষণ শিবির হয়ে গেল। এই শিবিরে ২০০ জন কর্মীকে ডেঙ্গু প্রতিরোধের কি কি ব্যবস্থা গ্রহন এবং করোনা আক্রান্তদের সহযোগিতা করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত সে বিষয়ে তুলে মতামত তুলে ধরা হয়। এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান সুজিত সরখেল, প্রশাসক মন্ডলীর সদস্য রথীন মন্ডল, বিদায়ী কাউন্সিলার শুভাশিস ধর সহ আরো অনেকে। এদিন উক্ত শিবিরের যোগ দেওয়া কর্মীদের হাতে মাস্ক,গ্লাভস, স্যানিটাইজার ও সাবান তুলে দেওয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে এদিন এই শিবির অনুষ্ঠিত হয়। -++——