১৮ সেপ্টেম্বর ২০২৪ এ টাটা স্টিল ওয়ার্ল্ড 25 কে কলকাতার একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে নতুন ম্যারাথনের শুভ সূচনা হয়ে গেল। যা আগামী ১৫ই ডিসেম্বর রবিবার ২০২৪শে কলকাতার রেড রোডে সকাল ৭টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এই ম্যারাথন হবে। টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার এই ম্যারাথনে সাংবাদিক বৈঠকে বসেছিলেন টাটা স্টিলের ভাইস প্রেসিডেন্ট চানক্য চৌধুরী, অভিনেত্রী কৌশানি মুখার্জি, ললিত গ্রেট ইস্টার্ন কলকাতার ম্যানেজার কোমল রোজা এছাড়া আরো অনেক বিশিষ্ট দ্রুত বর্গ উপস্থিত ছিলেন। ছবি সুবল সাহা
টাটা স্টিল ওয়ার্ল্ডের নতুন ম্যারাথন
