টাটা হিতাচি নিয়ে এলো ZX670H মাইনিং এক্সকাভেটর যার প্রতিশ্রুতি মসৃণ কার্যক্ষমতা এবং অতুলনীয় উৎপাদনশীলতা
পারিজাত মোল্লা,
Kharagpur (20th Mar 2023): টাটা হিতাচি তাদের খড়গপুর প্ল্যান্টে ক্রেতাদের উপস্থিতিতে বাজারে নিয়ে এসেছে তাদের নবতম মাইনিং এক্সকাভেটর ZX670H। এই সম্পূর্ণ ভাবে দেশে প্রস্তুত এই যন্ত্রটি টেকসই, অতুলনীয় ভাবে দক্ষ, সহজ রক্ষণাবেক্ষণ , কম ব্যবহার খরচ , সর্বোৎকৃষ্ট নিরাপত্তা ও আরামের মত ক্রেতাদের সমস্ত প্রত্যাশা পূরণের উপযোগী ভাবে ডিজাইন ও নির্মাণ করা হয়েছে।
টাটা হিতাচি ZX670H একটি পরিবেশবান্ধব ইপিএ টায়ার টু ইঞ্জিন দ্বারা পরিচালিত। এই শক্তিশালী ২৯৫ কিলোওয়াট (৪০০পিএস) ইঞ্জিন যে কোনো রকম খনন কার্যে কঠিনতম চ্যালেঞ্জ গুলি মোকাবিলা করতে সক্ষম। ZX670H প্রতিশ্রুতি দিচ্ছে সর্বাধিক দক্ষতা বিস্তৃত রেঞ্জের বাকেট অপশনের সঙ্গে যা ৩.৩ cum থেকে ৪.১ cum পর্যন্ত বিস্তৃত। এই সুচিন্তিত মাপ বিশিষ্ট বাকেট গুলি কলারের ক্ষেত্রে সর্বাধিক মালপত্র বহনের ক্ষমতা প্রদান করে যা এক্সকাভেটর এবং ডাম্পার উভয়ের উৎপাদনশীলতা বাড়িয়ে তোলে।
পাথরের মত মজবুত সামনের অংশ, উন্নীত ভিতরের মাল বহনের অংশ, নতুন ভাবে ডিজাইন করা বুম এবং আর্ম, ডিএলসির প্রলেপ দেওয়া ফুয়েল ইঞ্জেক্টর ZX670H এর দীর্ঘ জীবন নিশ্চিত করে এবং সব থেকে কঠিন এবং খারাপ পরিবেশেও লম্বা সময় কাজের উপযোগী করে তোলে।
আনকোরা ZX670H ডিজাইন করার সময় নিরাপত্তাকে সব কিছুর উপরে স্থান দেওয়া হয়েছে। ডিজিএমএস প্রণীত সব রকমের নিয়মবিধি মেনে এর সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। এছাড়াও ZX670H এ রয়েছে, আইএসও মানদণ্ডে তৈরি এফওপিএস (ফলিং অবজেক্ট,প্রটেক্টিভ স্ট্রাকচার) কেবিন, যেখানে উপর থেকে পড়া কোন জিনিস থেকে চালকের নিরাপত্তার ব্যবস্থা করতে একটি সুসংহত ওভারহেডগার্ড রয়েছে। নিরাপদ এবং আরামদায়ক কেবিন ডিজাইন করা হয়েছে চালকের ক্লান্তিকে নিয়ন্ত্রণে রাখতে।
সংস্থার ম্যানেজিং ডিরেক্টর শ্রী সন্দীপ সিং বলেন, “এই নতুন ZX670H হাইড্রোলিক এক্সকাভেটর লঞ্চের মধ্য দিয়ে টাটা হিতাচির মাইনিং রেঞ্জ আরো সমৃদ্ধ হলো। এই যন্ত্রটি জাপানি প্রযুক্তিতে সম্পূর্ণভাবে ভারতে নির্মিত। নিজের শ্রেণীতে সেরা বিভিন্ন দক্ষতা ZX670H কে দীর্ঘমেয়াদে মাইনিং সাইটে কঠিনতম কাজগুলো করার উপযুক্ত করে তোলে। কুড়ি বছরের বেশি সময় ের অভিজ্ঞতা এবং ফুল মেন্টেনেন্স কন্টাক্টের সঙ্গে সমস্ত মাইনিং সরঞ্জাম নিয়ে আমরা দেশের যেকোনো প্রান্তে ZX670H ব্যবহারকারীদের সহায়তা দিতে প্রস্তুত।“
নতুন ZX670H এ আছে কনসাইট (টেলিমেটিক সিস্টেম) যা ক্রেতাদের সমস্ত রকমের প্রয়োজনীয় তথ্যাদি সরবরাহ করে। এছাড়াও টাটা হিতাচি ক্রেতাদের সার্ভিসিং ও যন্ত্রাংশের যোগান নিশ্চিত করতে বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তি এবং পূর্ণ সময় রক্ষণাবেক্ষণ চুক্তির মতো বিভিন্ন রকমের সার্ভিস সলিউশন প্রদান করে।
সব মিলিয়ে, ZX670H এর টেকসই মডেল এবং নানা যুগোপযোগী দক্ষতার সঙ্গে মাইনিং সংক্রান্ত যে কোন কাজে অতুলনীয় দক্ষতা এবং উৎপাদনশীলতা প্রদান করার প্রতিশ্রুতি দেয়।