এস.মন্ডল, সহ সম্পাদক,
শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে। চলবে রবিবার পর্যন্ত। টানা তিনদিন ধরে চলবে ভারী বৃষ্টিপাত।আগামী রবিবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে বজ্রসহ বৃষ্টি। বঙ্গোপসাগরে মৎসজীবিদের মাছ ধরতে বারণ করা হয়েছে। এখন সর্বনিম্ন তাপমাত্রা ২৭. ২ ডিগ্রির মত।সর্বোচ্চ ৩৩ ডিগ্রি। তীব্র দহনে টানা তিনদিনের ভারী বৃষ্টি স্বস্তি আনলেও বজ্রাঘাতের মৃত্যুর ঘটনা বেশি আতঙ্কিত করছে বাংলাবাসীদের কে। চলতি সপ্তাহে বজ্রাঘাতে মারা গেছে ত্রিশের বেশি ব্যক্তি। গত বুধবারও বাঁকুড়ায় মারা গেছেন তিন জন। শুক্রবার, শনিবার,রবিবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া দপ্তর সুত্রে প্রকাশ। আমাবস্যার ভরা কোটাল এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এই প্রাকৃতিক দুর্যোগ আনছে বলে জানা গেছে। ইতিমধ্যেই সমুদ্রে নৌকা করে মাছ ধরতে বারণ করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। বিদুৎ সহ বিভিন্ন দূর্যোগ মোকাবিলার দল সদা তৎপর বলে জানানো হয়েছে রাজ্য প্রশাসন থেকে।