টানা বৃষ্টির জেরে ভেঙে গেল সেতুর একাংশ।
সাধন মন্ডল,
টানা তিনদিনের বৃষ্টিতে ভেঙ্গে গেল অড়কষা নদীর উপর অবস্থিত সাপড়দা কজওয়ের একাংশ । বিচ্ছিন্ন হয়ে গেল উত্তরের সঙ্গে দক্ষিণের গ্রামগুলির সহজসাধ্য যোগাযোগ । দূরত্ব বেড়ে গেল প্রায় দশ কিলোমিটার । সামনে ভগবানপুর স্বাস্থ্যকেন্দ্র । কাঁটা পাহাড়ি,ধবারগড়্যা, জামবনি, ফুলকুসমা, লায়েকডি ছাড়া আরো অনেক গ্রামের মানুষজন এই রাস্তা ধরেই অতি অনায়াসে পৌঁছে যেতেন স্বাস্থ্য কেন্দ্রে । এখন তার আর উপায় নেই । অআড়কষার তীব্র জলস্রোত ভেঙ্গে তছনছ করে দিল । অনুরূপভাবে তেঘরি অঞ্চলের সাথে মেট্যালা অঞ্চলের মূল মাধ্যম হয়ে উঠেছিল এই সেতু । ভগ্নদশা দেখে সাপড়দা গ্রামের দ্বিজপদ ঘোষ বলেন , বড়ো অসুবিধা হয়ে গেল , গুণারাম ঘোষ বলেন, জলের স্রোত ছিল ভয়ানক । এটা টাঙ্গাপুল হলেই ভালো হতো । সামনে পূজা । অনেক মানুষের যাতায়াত এই রাস্তায়। না জানি কিছু বিপদ ঘটে যায় । অবিলম্বে কজওয়েটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।