টেগোর সোসাইটি পরিচালিত শিশু শিক্ষা নিকেতনের পড়ুয়াদের শীতবস্ত্র প্রদান

Spread the love

টেগোর সোসাইটি পরিচালিত শিশু শিক্ষা নিকেতনের পড়ুয়াদের শীতবস্ত্র প্রদান

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট রাজনগর খয়রাশোল শাখা পরিচালিত রাজনগর ব্লকের এবং সীমান্তবর্তী ঝাড়খন্ডের কয়েকটি পিছিয়ে পড়া গ্রামের কচিকাঁচাদের নিয়ে চলে পাঠশালা। শনিবার গোপাল কর্মকার মেমোরিয়াল সোসাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে উক্ত পাঠশালার মধ্যে রাজনগর ব্লকের বারমেসিয়া, শঙ্করপুর ডিহি, শঙ্করপুর ডাঙালপাড়া এবং ঝাড়খণ্ডের কুন্ডহিত ব্লকের ঘাটপারুলিয়া ও বান্দরবেরিয়া গ্রামে উক্ত পাঠশালার পড়ুয়াদের মধ্যে শীতবস্ত্র হিসেবে ব্ল্যাঙ্ক কোর্ট বিতরণ করা হয়।শীত আসার আগেই হাতে শীতবস্ত্র পেয়ে স্বভাবতই খুদে পড়ুয়ারা আনন্দ বিহ্বল হয়ে ওঠে। পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও হাসির রেখা ফুটে ওঠে।
পড়ুয়াদের হাতে তৈরি বিভিন্ন ধরণের জিনিসপত্র ও মনীষীদের সহ নানান বিষয়ে আঁকা ছবি দিয়ে অতিথিদের বরণ করে নেয় এবং সেই সাথে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপাল কর্মকার সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক অমল কর্মকার এবং সদস্য বিশ্বনাথ চক্রবর্তী ও তপন চক্রবর্তী,টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট রাজনগর খয়রাশোল শাখার পক্ষে প্রকাশ সিংহ, চন্দ্রকান্ত দত্ত, কার্তিক দাস, শান্তনু রায় সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *