টেট উত্তীর্ণদের অফলাইনে আবেদন জানানোর বিজ্ঞপ্তি

Spread the love

টেট উত্তীর্ণদের অফলাইনে আবেদন জানানোর বিজ্ঞপ্তি পর্ষদের

জ্যোতিপ্রকাশ মুখার্জি,

, ২০১৪ সালের টেট পরীক্ষার্থীদের চাকরি নিয়ে কলকাতা হাইকোর্টে ঝুলছে শতাধিক মামলা। সম্প্রতি কলকাতা হাইকোর্ট রাজ্য সরকার কে শিক্ষক নিয়োগে দ্রুত শুন্যপদ পূরণ করার নির্দেশ দিয়েছে।এখন সে জট একটু একটু করে কাটছে বলেই মনে করা হচ্ছে। টেট উত্তীর্ণদের জন্য ভাল খবর শুনিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে ২০১৪ সালে টেট উত্তীর্ণ ৪৬৭ জনকে অফলাইনে আবেদনপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে। এই ৪৬৭ জন অনলাইনে আবেদন জমা করতে পারেননি। তাঁদের অফলাইন আবেদনকে মান্যতা দিয়েই স্ক্রুটিনি, তথ্য যাচাই ও ভাইভার জন্য ডেকে পাঠানো হয়েছে। পর্ষদের তরফে জানানো হয়েছে, টেট-এর সাধারণ প্রার্থী, যাঁরা কোনও কারণে অনলাইনে ফর্ম পূরণ করতে পারেননি, টেট-এর ইন্টারভিউয়ের জন্য শুধু তাঁদেরই আবেদনপত্র অফলাইনে নেওয়া হবে আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর। বোস পুকুরে কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল শিক্ষাভবনে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্ক্রুটিনি, ভেরিফিকেশন, ভাইভা ও অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়া হবে। কি কি লাগবে সেখানে ? টেট অ্যাডমিট কার্ড টেট কোয়ালিফিকেশনের নথি ডাউনলোড করে তার অরিজিনাল কপি ও জেরক্স আনতে হবে মাধ্যমিক বা সমগোত্রীয় পরীক্ষার অরিজিনাল অ্যাডমিট কার্ড মাধ্যমিক বা সমগোত্রীয় পরীক্ষার অরিজিনাল মার্কশিট ও সার্টিফিকেট উচ্চমাধ্যমিক পরীক্ষার অরিজিনাল মার্কশিট ও সার্টিফিকেট কোনও ট্রেনিং করা থাকলে তার অরিজিনাল মার্কশিট ও সার্টিফিকেট স্নাতকের অরিজিনাল মার্কশিট ও সার্টিফিকেট অরিজিনাল কাস্ট সার্টিফিকেট অরিজিনাল পিএইচ সার্টিফিকেট আগে কোনও চাকরি করা থাকলে তার সার্টিফিকেট ভোটার কার্ড/আধার কার্ড, দুকপি ফটো (পাসপোর্ট সাইজ) সমস্ত নথি অরিজিনাল ও জেরক্স কপি সঙ্গে আনতে হবে। প্রাথমিক  শিক্ষক নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। হাফ ডজন ভুল প্রশ্নের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে বিপুল টাকা জরিমানা করেছে আদালত। বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় বলেছেন, ৬টি প্রশ্ন ভুল ব্যাখা করেছে বোর্ড। পর্ষদের কারণেই পরীক্ষার্থীদের আদালতমুখী হতে হয়েছে। আদালত নির্দেশ দিয়েছে ১৯ মামলাকারীকে ২০ হাজার টাকা করে দিতে হবে। যার মোট অঙ্ক দাঁড়াবে ৩ লক্ষ ৮০ হাজার টাকা। প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতিকে ব্যক্তিগত ভাবে এই টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এরপর কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষক পর্ষদ সভাপতি কে ভৎসনা করে দ্রুত নিয়োগের নির্দেশ দেন রাজ্য সরকার কে। আর এতেই সক্রিয় নবান্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *