টেন্থ প্ল্যানেট এর আয়োজনে অনুষ্ঠিত হলো দুদিনের নাট্য সেমিনার এবং নাটকের ওয়ার্কশপ

Spread the love

টেন্থ প্ল্যানেট এর আয়োজনে অনুষ্ঠিত হলো দুদিনের নাট্য সেমিনার এবং নাটকের ওয়ার্কশপ


…………………………………………
ইন্দ্রজিৎ আইচ
…………………………………………

গত ২২ ও ২৩ শে মার্চ শনিবার ও রবিবার তৃপ্তি মিত্র সভাগৃহে অনুষ্ঠিত হলো 10th PLANET আয়োজিত Theatre design ও scenography নিয়ে গুরুত্বপূর্ণ একটি জাতীয় সেমিনার এবং ওয়ার্কশপ।
যেখানে উপস্থিত ছিলেন ভারতীয় থিয়েটারের বিখ্যাত চিত্রনাট্যকার এবং পরিচালক *সত্যব্রত রাউত এবং দীপন শিবরামন উপস্থিত ছিলেন।

প্রথম দিনের সেমিনারের বক্তা ছিলেন সত্যব্রত রাউত। তিনি এক ইন্টারেক্টিভ আলোচনার মাধ্যমে বুঝিয়েছেন যে সিনোগ্রাফি কি , সিনোগ্রাফার হিসেবে দায়িত্ব কি , স্টেজ স্পেস , আরো ভিন্ন মাধ্যমে যেমন স্ট্রীট থিয়েটার এবং কথাকলির মধ্যে কিভাবে সিনোগ্রাফি কাজ করে, মুদ্রার ব্যবহার, একজন সিনোগ্রাফারের জন্য পেইন্টিং স্কাল্পচার এবং বিভিন্ন ভিজুয়াল মিডিয়ামস এর ওপর গভীর জ্ঞান থাকা কতটা জরুরি। এবং আরো অনেক মূল্যবান তথ্য উনি আলোচনা করেছিলেন।

দ্বিতীয় দিনের সেমিনারের বক্তা ছিলেন দীপন শিবরামন। তিনি তার কাজের মধ্যে দিয়ে সিনোগ্রাফির একটি অন্য দিক দেখিয়েছেন। তার কাজের ভিডিওর মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন স্টেজে এত জাঁকজমকের পরেও কিভাবে অডিয়েন্সের ইমাজিনেশনকে ব্যবহার করে থিয়েটার তৈরি করতে হয়। Use and reuse of props, স্টেজে ব্লাঙ্ক স্পেসের ব্যবহার এইগুলো তার থিয়েটারের সিনোগ্রাফিকে অন্য মাত্রায় পৌঁছে দেয়।তার কাজ দেখে এটাও বোঝা যায় যে একটা ফাঁকা স্পেসকে কিভাবে সিনোগ্রাফির মাধ্যমে থিয়েটারের উপযোগী করে তোলা যায়। একটা থিয়েটারের visual design যে কত বড় গ্র্যান্ড স্কেলে পৌঁছাতে পারে তার কাজ না দেখলে কল্পনা করা যায় না।
দ্বিতীয় দিনে চণ্ডীগড় থেকে উপস্থিত ছিলেন আরও একজন গুরুত্বপূর্ণ থিয়েটার practitioner এবং অভিনেত্রী নিশা লুথরা। তার ওয়ার্কশপ একদম অন্য প্রশেসে হয়। অংশগ্রহণকারীদের জন্য উনি মিউজিক এর মাধ্যমে শান্ত পরিবেশ তৈরি করে দিয়েছিলেন যাতে সবাই একভাবে সেই process এর মধ্যে দিয়ে যেতে পারে। প্রথমেই তিনি Breathing Pattern নিয়ে আলোচনা করেন। ইমাজিনেশনের ওপর অনেকটা জোর দিয়েছিলেন। একজন অভিনেতা তার সবরকম ইমোশন কিভাবে অভিনয়ে কাজে লাগাবে। এবং ফিজিক্যাল মুভমেন্টের ওপর উনি কাজ করায়। সবমিলিয়ে জমে উঠেছিলো দুদিনের এই সেমিনার ও থিয়েটার কর্মশালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *