টোটো করে গরু পাচারের সময় তিন ব্যক্তি ধৃত খয়রাশোল থানা পুলিশের হাতে

Spread the love

টোটো করে গরু পাচারের সময় তিন ব্যক্তি ধৃত খয়রাশোল থানা পুলিশের হাতে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
অবৈধভাবে কয়লা,বালি,গরু পাচার রোধে জেলা পুলিশের অভিযান অব্যাহত। সেরূপ বুধবার বিকালে খয়রাশোল থানার পুলিশ টহলরত অবস্থায় গরু পাচারকারী তিন ব্যক্তিকে আটক করে। জানা যায় ভীমগড় দুবরাজপুর রাস্তার পাঁচড়া মোড়ে দুটি টোটোতে বোঝাই করে ১৭টি বাছুর ও ১টি গাভী নিয়ে যাওয়ার সময় তাদের আটক করে এবং গরু,টোটো সহ তিনজন পাচারকারীকে আটক করে থানায় নিয়ে আসে।গরু পাচারকারীদের মধ্যে দুজনের বাড়ী কাঁকড়তলা থানার সাহাপুর গ্রামের সেখ কিতাবুল ও সেখ জামিরুদ্দিন। অন্যজন দুবরাজপুর থানার দোবান্দা গ্রামের মীর নুর ইসলাম। ধৃতদের বৃহস্পতিবার দুবরাজপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর।
পাশাপাশি এদিন সন্ধ্যার দিকে খয়রাসোল থানার পুলিশ অতর্কিতে হানা দিয়ে খয়রাশোল দুবরাজপুর রাস্তার গোপালপুর মোড়ে দুটি মোটরসাইকেলে থাকা প্রায় ১২কুইন্টাল কয়লা সহ দুটি মোটরসাইকেল আটক করে। যদিও পুলিশ দেখা মাত্রই অবৈধ কয়লা ভর্তি মোটরসাইকেল ছেড়ে কয়লা পাচারকারীরা গাঢাকা দেয় বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *