টোটো চালক ইউনিয়নের উদ্যোগে রক্তদান শিবির

Spread the love

টোটো চালক ইউনিয়নের উদ্যোগে রক্তদান শিবির

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- অসুস্থ ব্যাক্তিদের চিকিৎসাকেন্দ্র বা চিকিৎসকের কাছে নিয়ে যেতে বেশিরভাগ ক্ষেত্রে টোটো ব্যবহার করা হয়।অনেক সময় রোগীর রক্তের প্রয়োজন হয়ে পড়ে বা চিকিৎসক রক্ত সংগ্রহের জন্য বলেন রোগীর আত্মীয়দের।রক্তের জন্য হাপিত্যেস হয় ছোটাছুটি করতে দেখা যায়।কখনো বা রক্ত সংকটের খবর শোনা যায়।অনেক সময় টোটো চালক রোগী নিয়ে যাওয়া আসার পথে উক্ত কথা গুলি শুনতে পান।কখনো বা রক্তের সন্ধানে রোগীর আত্মীয়দের নিয়ে এখান সেখান ছুটে বেড়াতে হয়েছে।সেই সমস্ত নানান দৃশ্যের প্রেক্ষিতে এবার টোটো চালকরা জোটবদ্ধ ভাবে নিজেরা এগিয়ে এসে রক্তদান শিবির করলেন।উদ্দেশ্য রক্তের সংকট দূরীকরণ। পাড়ুই থানার অন্তর্গত সাত্তর টোটো শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এবং সাত্তর ব্যবসায়ী সমিতি ও যুবক বৃন্দের সহযোগিতায় ও ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি ও বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে শিবির টি অনুষ্ঠিত হয় মঙ্গলবারl এদিন শিবির থেকে ৩৫ ইউনিট রক্ত সংগ্রহ করে বোলপুর ব্লাড সেন্টার l অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের জেলা সম্পাদক নুরুল হক ও বোলপুর মহকুমা সভাপতি জয়ন্ত ঘোষ , টোটো শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ । আয়োজক সংস্থার পক্ষ হইতে প্রতিটি রক্তদাতা কে একটি করে চারা গাছ ও শংসাপত্র দিয়ে সন্মানিত করা হয়। এছাড়া আজকের রক্তদাতা ও তাদের পরিবারের লোকদের আগামীকাল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে।পাশাপাশি থ্যালাসেমিয়া বিষয়ে মানুষ কে সচেতন করা হয় l অনুষ্ঠানের শেষে প্রতীকী বৃক্ষরোপন করে স্থানীয় মানুষদের মধ্যে গাছের প্রয়োজনীয়তা এবং গাছ লাগানোর বিষয়ে সচেতন করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *