খায়রুল আনাম
বীরভূম : আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শহর বোলপুরে প্রতিদিন দেশ-বিদেশের অসংখ্য মানুষের আনাগোনা রয়েছে। এই শহরের প্রধান দুই রাস্তা শান্তিনিকেতন রোড ও শ্রীনিকেতন রোডে যানজটও লেগেই রয়েছে। এর অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে যে, অনিয়ন্ত্রিতভাবে শহরের ভিতরে টোটো দাপিয়ে বেড়ানোর পরিপ্রেক্ষিতেই এমনটা ঘটে চলেছে। এজন্য অনেকেই বোলপুর পৌরসভার দিকেও অভিযোগের আঙুল তোলেন। এ বিষয়ে বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ জানান যে, শহরে টোটো নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাঁরা খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। সেইসাথে তিনি জানান যে, নাগরিক পরিষেবার উদ্দেশ্যে বোলপুর পৌরসভা চত্বরের মধ্যে একটি ওষুধ কেন্দ্র খোলা হচ্ছে শীঘ্রই। সেখান থেকে রাত্রিকালীন ওষুধ পরিষেবা দেওয়াটা সুনিশ্চিত করা হবে।