ঠাকুমার শেষ ইচ্ছা পূরণ করতে তাসা ব্যান্ড বাজিয়ে শ্মশান যাত্রায় নাতিরা,
এই ভিন্ন ছবি দেখা গেল ভাতার গ্রাম এলাকায় শনিবার দুটোর সময়।
ঠাকুমার বয়স ৮৫ বছর তিনি কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতার কারণে ভুগছিলেন। নাম মিলন সর্দার, বাড়ি ভাতার গ্রামে।
তিনি নাতিদেরকে বলে গেছিলেন তার মৃত্যু হলে শ্মশান যাত্রায় যেন ব্যান্ড তাসা বাজে।
সেই কথামতো বাড়ি থেকে ব্যান্ড বাজিয়ে শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়া হলো ঠাকুমাকে।
এই ভিন্ন ছবি ভাতার গ্রামে।
জানা যায় আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
এরপর তাকে নিয়ে আসা হয় বাড়ি।
বাড়িতে তাকে ফুল দিয়ে সাজিয়ে ব্যান্ড বাজিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হলো।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।
