সেখ নিজাম আলম
বাড়ী থেকে প্রতিবাদ কর্মসূচী
লকডাউনকে মান্যতা দিয়ে ও করোনা পরিস্থিতির কারণে রাস্তায় নেমে আজকের প্রতিবাদ কর্মসূচি করা থেকে বিরত থাকল DYFI। গলসী২ আঞ্চলিক কমিটি।
ডাঃ কফিল খানকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এই দাবিকে সামনে রেখে DYFI গলসী২ আঞ্চলিক কমিটির যুবরা
বাড়িতে থেকেই নিজেদের হাতে লেখা পোস্টার নিয়ে সামাজিক মাধ্যমের মধ্যেই তীব্র প্রতিবাদ জানানোর কর্মসূচি করা হলো
আগামী দিনে গলসী২ আঞ্চলিক কমিটি অঞ্চলের যুবরা রাজ্য ও কেন্দ্রের এই ফ্যাসিস্ট বর্বর সরকারের বিরুদ্ধে রাস্তায় মেনেই চরমতম প্রতিবাদ করবে।
.