ডাঃ বিপ্লব চ্যাটার্জী স্মৃতি সম্প্রীতি কাপ ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত খেলা
সেখ সামসুদ্দিন, ২৬ জানুয়ারিঃ দক্ষিণ মেমারি খাঁড়োর যুবক সংঘের পরিচালনায় ডাঃ বিপ্লব চ্যাটার্জী সম্প্রীতি কাপ ক্রিকেট প্রতিযোগিতার আজ চূড়ান্ত পর্বের খেলা আয়োজিত হয় খাঁড়ো ফুটবল মাঠে। প্রতিযোগিতায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে এজলেস মেমারি একাদশ ও মনিরামবাটি একাদশ। মনিরামবাটী একাদশ প্রথম ব্যাট করে ১৬ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৩৪ রান করে। পরে ব্যাট করে এজলেস মেমারি একাদশ ৫ উইকেটের বিনিময়ে ১৪ ওভারে ১৩৫ রানের টার্গেট পূরণ করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের ফেয়ার প্লে এস এস পেন্ট মেমারি, এদিনে ম্যান অফ দ্য ম্যাচ মেমারি এজলেসের কালাচাঁদ রাই, বেস্ট বোলার শুভ হরিজন, বেস্ট ফিল্ডার আদম চ্যাটার্জী, বেস্ট ব্যাটসম্যান শুভঙ্কর দাস নির্বাচিত হয় এবং মনিরামবাটি একাদশের সমীরণ চ্যাটার্জী ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেখ ইউসুফ, ডাঃ বিপ্লব চ্যাটার্জীর মা চিত্রা চ্যাটার্জী, স্ত্রী মিলি চ্যাটার্জী, দুই পুত্র বেদান্ত চ্যাটার্জী ও বৈদিক চ্যাটার্জী, ফুটবল কোচ পার্থ ঘোষ, বিপ্লব চ্যাটার্জীর ছাত্র ডাঃ সেখ জুয়েল রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও খাঁড়ো যুবক সংঘের সদস্যবৃন্দ। বিধায়ক সহ উপস্থিত সকলে চ্যাম্পিয়ন ও রানার্স টিমের হাতে ট্রফি তুলে দেন।