তরুনী চিকিৎসকের খুনিদের গ্রেফতারের দাবিতে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল, জেলা জুড়ে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- আর.জি.কর হাসপাতালের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত দোষীদের ফাঁসির দাবিতে এবং মা-বোনেদের সম্মান রক্ষার্থে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য ব্যাপী প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয় শনিবার।
সম্প্রতি কলকাতার আর জি কর হাসপাতালে যে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার মত জঘন্য ঘটনা ঘটেছে। তারই প্রেক্ষিতে প্রতিবাদে সামিল সমগ্র রাজ্যের মানুষ। সেইরূপ শনিবার দিন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের প্রতিটি ব্লক ও শহর ভিত্তিক প্রতিবাদ মিছিল সংগঠিত হয়।রাজ্যের অন্যান্য শহর ও ব্লকের ন্যায় বীরভূম জেলার প্রতিটি শহর ও ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। জেলা সদর সিউড়ি শহরে প্রতিবাদ মিছিলের অগ্রভাগে ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী,সিউড়ি পৌরসভার পৌর প্রধান উজ্জ্বল চট্টপাধ্যায়। খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এদিন দলীয় কার্যালয় থেকে বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত প্লেকার্ড, ব্যানার সহযোগে একটি মিছিল খয়রাশোল বাজার, থানা,বাসষ্ট্যাড সহ গ্রাম পরিক্রমা করে এবং খয়রাশোল বাসস্ট্যান্ড চত্বরে একটি প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে বলেন যে, মা-বোনেদের সম্মান আমাদের সকলের সম্মান। দোষীদের ফাঁসি চাই। রাম- বাম- শ্যাম এর চক্রান্ত বন্ধ হোক। রবিবারের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করতে হবে ইত্যাদি দাবি তোলা হয় সভা থেকে।এদিন মিছিলের অগ্রভাগে ছিলেন খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির যুগ্ম আহ্বায়ক মৃণাল কান্তি ঘোষ ও শ্যামল কুমার গায়েন এবং দুই সদস্য উজ্জ্বল হোক কাদেরী ও কাঞ্চন দে।এছাড়াও ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অসীমা ধীবর, ব্লক তৃণমূল নেতৃত্ব সেখ জয়নাল, ব্লক মহিলা তৃণমূল নেত্রী রুনু সিংহ,কেনিজ রাশেদ প্রমুখ নেতৃত্ব।অনুরূপ রাজনগরে উপস্থিত ছিলেন ব্লক তৃনমুল সভাপতি সুকুমার সাধু। দুবরাজপুর শহরের মিছিলে ছিলেন জেলা তৃনমুল কংগ্রেসের সহসভাপতি মলয় মুখার্জী, পৌর প্রধান পীযূষ পান্ডে, ব্লক তৃনমুল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক রফিউল খান, অরুণ চক্রবর্তী প্রমুখ নেতৃত্ব। রাজ্য তৃনমুল কংগ্রেসের ডাকে এদিন একযোগে জেলার রামপুরহাট, ইলামবাজার, রামপুরহাট সহ জেলার সমস্ত ব্লক ও শহর এলাকা থেকে প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করার খবর পাওয়া যায়।