সুভাষ মজুমদার,
; সৈয়দ মনিরুল হুদা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সৈয়দ জিয়াজুর রহমান সাহেবের উদ্যোগে ও তারকেশ্বর পিয়াসারা আয়মাপাহাড়পুর যুব কমিটির ব্যবস্থাপনায় ইয়াস ঝরে ক্ষতিগ্রস্থ এলাকার মানুষদের ত্রিপল হাতে তুলে দেওয়া হয় । শুধু ত্রিপল নয় সাধারণ মানুষের পাশে সুখে-দুখে সব সময় জিয়াজুর বাবুকে পাশে পায় এমনটি জানালেন আনসুরা বিবি তিনি বলেন আমার মেয়ের বিবাহের জন্য আমি যে জিয়াজুর বাবুকে বলেছিলাম তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এছাড়াও বহু মানুষ বিভিন্ন দিক থেকে শুধু ইয়াস ঘূর্ণিঝড় নয় বহু ক্ষেত্রে মানুষের আপদে-বিপদে পাশে থাকেন জিয়াজুরবাবু, অন্যদিকে জিয়াজুর বাবু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বারবার বলেন আমাকে আপনারা আশীর্বাদ করুন এবং দুয়া করুন ব্যাস এই টুকুই, এছাড়াও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ সৈয়দ মুজিবর রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা ।