খায়রুল আনাম
দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো তারাপীঠ মন্দিরের মা তারার গর্ভগৃহ। মায়ের চরণ স্পর্শ করতে পারছেন এবার ভক্তজনেরা। করোনার কারণে দীর্ঘদিন ধরে মা তারার মন্দির দর্শনার্থীদের জন্য বন্ধ থাকার ফলে তারাপীঠ পর্যটক শূন্য হয়ে পড়েছিল। আর্থিক দিক থেকে চরম ক্ষতির মুখে পড়েছিলেন এখানকার ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল মালিকরা। মাঝে একবার মন্দিরের দরজা সাধারণের জন্য খুলে দেওয়া হলেও, পরে তা বন্ধ করে দেওয়া হয়। এদিকে সড়ক পরিবহন ব্যবস্থা চালু হওয়ার পরে দর্শনার্থীরা তারাপীঠ আসার জন্য উদগ্রীব হয়ে উঠেছিলেন। কিন্তু মন্দিরের দরজা সাধারণের জন্য বন্ধ থাকায় মানুষের সমাগম হচ্ছিল না। এবার মন্দিরের দরজা সবার জন্য খুলে যাওয়ায় সেই সমস্যা দূর হলো।