খায়রুল আনাম,
বীরভূম : তারাপীঠে আসা তীর্থযাত্রী ও পর্যটকদের কথা ভেবে এবার এখানে তৈরী হবে তারাবিতান। এখানে থাকবে ২১টি কটেজ। আগামী ৬ মাসের মধ্যেই এর নির্মাণ কাজ শেষ হবে। এই কাজ করবে তারাপীঠ–রামপুরহাট উন্নয়ন পর্ষদ। তারাপীঠে এসে জেলাশাসক বিধানচন্দ্র রায়কে নিয়ে বৈঠক করে এই কথা জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন।
