আজ পাশে আছি সংস্থা র পক্ষ থেকে হাড়মাসড়া হাসপাতাল মোড়ে এলাকার সমাজসেবী যুবক রাকেশ ঘোষ ,কৌশিক পরামানিক ,শেখ বাপি ও দেবাশীষ পরামানিক এর উদ্যাগে একটি স্বেচ্ছায় রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে ১২ জন মহিলা সহ মোট ৮১ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এলাকার মানুষের সহযোগিতা ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তালডাঙরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুনীল কুমার মুদি তালডাঙ্গরা ব্লক এর অন্যতম বিশিষ্ট সমাজ কর্মী তারাশঙ্কর রায় ,তালাডাঙ্গরা পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ রায় , উপস্থিত ছিলেন সমিতির পূর্ত কর্মাধ্যাক্য বাপি ঘোশ ও ব্রাহ্মণ ডিহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যাম লাল মান্ডি প্রমূখ।
তাল ডাঙ্গরা থানার
ভারপ্রাপ্ত আধিকারিক এর হাত দিয়ে বৃক্ষরোপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
এছাড়া প্রটিটি রক্ত দাতার হাতে একটি করে গাছ তুলে দেওয়া হয়