তালডাংরা বিধানসভার উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা হতেই দেওয়াল লিখনে জোর তৎপরতা
। সাধন মন্ডল বাঁকুড়া:—–আগামী ১৩ই নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভা উপনির্বাচন হবে তার মধ্যে বাঁকুড়ার তালডাংরা ২৫১ বিধানসভা রয়েছে ।গতকাল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনন্যা রায় চক্রবর্তী র নাম ঘোষণা করা হয়েছে আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিমলাপালের বিশিষ্ট শিক্ষক সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ফাল্গুনী সিনহা বাবু নাম ঘোষণা করা হয়েছে ।নাম ঘোষণার সাথে সাথে দলীয় কর্মীরা দেওয়াল লিখন ও ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন ।এখানে উল্লেখ্য এই তালডাংরা বিধানসভা আসনটি তৃণমূলের দখলে ছিল এই আসনে বিধায়ক ছিলেন অরূপ চক্রবর্তী। তিনি ২০২৪ এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ৩৩ হাজারেরও বেশি ভোটে জয় লাভ করে সাংসদ হয়েছেন হলে তালডাংরা বিধানসভা আসনটি খালি হয়। নির্বাচন কমিশন আগামী ১৩ই নভেম্বর এই আসনে নির্বাচন ঘোষণা করেছেন তোড় জোড় শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। এখন দেখার এই আসনটি কার দখলে থাকে। এ ব্যাপারে প্রার্থী ফাল্গুনী সিনহা বাবু বলেন কোন প্রশ্নই নেই আমরা বিপুল ভোটে জয় লাভ করব।