তালডাংরা বিধানসভার উপনির্বাচনে ভোট প্রচারে শেষ দিনে ঝড় তুললেন তৃণমূল কংগ্রেস
সাধন মন্ডল, । এদিন প্রার্থী বিশিষ্ট শিক্ষক ফাল্গুনী সিনহা বাবুর সমর্থনে আজ হাড়মাসরা বিবরদা সিমলাপাল দুবরাজপুর বিক্রমপুর এলাকায় রোড শো ও জনসভা করলেন সোহম ও মিতালী বাগ। রোড শো ও জনসভায় উপচে পড়েছিল ভিড়। এছাড়াও রোড শোতে বা জনসভায় উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। প্রার্থী ফাল্গুনী সিনহা বাবু সহ তৃণমূল নেতৃত্ব। শেষ সভাটি হয় সিমলাপানের বিক্রমপুর বাজারে।