তালডাংরা বিধায়কের উদ্যোগে ‘মা’ এম্বুল্যান্স চালু

Spread the love

‘মা এম্বুল্যান্স’ পরিষেবা চালু হলো তালডাংরা বিধায়কের উদ্যোগে  

সাধন মন্ডল,

তালডাংরা বিধানসভার বিধায়ক তথা বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর অরুপ চক্রবর্তীর ব্যবস্থাপনায় বিধানসভা এলাকার সিমলাপালে দুটি অক্সিজেন সিলিন্ডার যুক্ত অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই দুটি অ্যাম্বুলেন্স এই মুহূর্তে শুধুমাত্র করোণা রোগীদের ব্যবহারেই কাজ করবে। এলাকায় করোণা রোগীরা যাতে কোনরকম অসুবিধায় না পড়েন তাঁর জন্যই এই অক্সিজেন যুক্ত এম্বুলেন্স দেওয়া হল বলে বিধায়ক অরূপ চক্রবর্তী জানান। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিমলাপাল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিজিৎ দাস,  সিমলাপাল থানার আইসি তাপস দত্ত, তৃণমূল ব্লক সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সিমলাপাল ব্লক যুব সভাপতি ফাল্গুনী সিনহাবাবু সহ তৃণমূল নেতৃত্ব ও কর্মী বৃন্দ।  সিমলাপাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কাঞ্চন পাল বলেন “আমরা গর্বিত যে এমন একজন বিধায়ককে পেয়েছি যিনি মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। নানান কর্মযজ্ঞ শুরু হয়েছে বিধানসভা এলাকা জুড়ে। করোনাকালে যাতে কোন রকম অসুবিধা না হয় তার জন্য তিনি সবরকম ব্যবস্থা করে চলেছেন। এখানে একটি সেফহোমে বিদ্যুৎ চলে গেলে রোগীদের যাতে অসুবিধা না হয় তার জন্য ইনভাটার এর ব্যবস্থা করে দিয়েছেন। আজকের অ্যাম্বুলেন্স পরিষেবা কে মা অ্যাম্বুলেন্স পরিষেবা নামে ঘোষণা করা হয়েছে।” বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন “মানুষ আমাকে আশীর্বাদ করেছেন ,  আমাকে ভোটে জিতিয়ে এনেছেন তাদের উন্নয়নের স্বার্থে আর মানুষের উন্নয়নেই আমার মূলমন্ত্র। মানুষের পাশে থাকতে পেরে তাদের সেবা করাই আমার কাজ। করোনা মহামারীতে যাতে কোন মানুষের অসুবিধে না হয় তার জন্য সবরকম চেষ্টা চালানো হচ্ছে। আমাদের দলীয় কর্মীরা সদা সর্বদা জাগ্রত রয়েছে। আজ থেকে আমার সিমলাপাল এর কার্যালয় থেকে মা কিচেন সেন্টার চালু করা হলো। এই সেন্টার থেকে এলাকার করোণা আক্রান্ত পরিবারদের বিনামূল্যে রান্না করা খাবার সরবরাহ করা হবে। আজ এখান থেকে প্রায় আশি জন মানুষের খাবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হল”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *